“দোস্ত দুশমন” এর সাথে
নীড়
ইয়াসিন ইফাতঃ আগামী ডিসেম্বর মাস থেকে
শুরু হচ্ছে বি কে আজাদ পরিচালিত ছবি “দোস্ত দুশমন”। ছবিটিতে নায়ক নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয় উদীয়মান নায়ক জয় চৌধুরী এবং
গ্লামার গার্ল নায়িকা রোমানা নীড় এর সাথে। ছবিটিতে আরো থাকবেন নবাগত নায়ক বিজয় খান এবং কলকাতার
প্রথম সারির একজন নায়িকা।
গত কাল বাংলাদেশ ফিল্ম
ক্লাব এ এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে পরিচয় করিয়ে দেন পরিচালক। ছবিটিতে অমিত
হাসান কে ও চুক্তিবদ্ধ করানো হয়েছে গতকাল।
ছবি সম্পর্কে নায়িকা নীড়
জানান, গল্পের প্রেক্ষাপট আশির দশকের হলেও তা নতুন ভাবে উপস্থাপন করা হবে, আমার
চরিত্র টা একটু রাফ এন্ড টাফ, দর্শকরা নতুন ভাবে আমাকে এ ছবিতে পাবেন।
নায়ক জয় চৌধুরী জানান, পরিচালকের পরিকল্পনাটা ভালো লেগেছে। তিন কোটি
টাকা বাজেটের এই ছবিটি সকলের ভালো লাগার মতো হবে বলে আশা করছি।
আগামী ডিসেম্বর থেকে
বাংলাদেশ, ভারত ও ইংল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে।
চিত্র নায়ক জয় চৌধুরী
এবং নীড় এর আগে স্যার মালেক আফসারী পরিচালিত “হ্যালো” ছবিতে চুক্তিবদ্ধ রয়েছেন।
আগামী বছরের জানুয়ারী তে ছবিটির শুটিং শুরু হবে।
No comments:
Post a Comment