Tuesday, December 27, 2016

অনন্য মামুনের “বন্ধন” এ পড়ে গেছেন সাঞ্জু জন

অনন্য মামুনের “বন্ধন” এ পড়ে গেছেন সাঞ্জু জন


ইফাত ইয়াসিনঃ আগামী ২৯ শে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে অনন্য মামুনের নতুন সিনেমা “বন্ধন” । সাঞ্জু জন, শিপন মিত্র এবং সুপার হিরো তন্ময় এর বিপরীতে অভিনয় করবেন এ্যামিয়া এমি এবং আলোচিত অভিনেত্রী স্পর্শিয়া


পারিবারিক টানাপোড়েন এ বাবা মায়ের সম্পর্কের মাঝে সন্তানের দূরত্বের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান বিপথগামী হয়ে যায়। সৃষ্টি হয় সন্ত্রাসের। এই দূরত্বের মাঝে যদি সঠিক বন্ধন চলে আসে তাহলে দেশে আর কোন সন্ত্রাসী তৈরী হবেনা এমন গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে অনন্য মামুনের “বন্ধন” চলচ্চিত্রের।

লাইভ টেকনোলজিস এর ব্যানারে সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছে পরিচালক নিজেই। ছবিটিতে পাঁচটি গান থাকলেও থাকছে না কোন আইটেম সং।

উল্লেখ্য যে, চিত্রনায়ক সাঞ্জু জন ভারটেক্স মিডিয়ার ব্যানারে “দ্যা স্টোরি অব সামারা” সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক সাঞ্জুর।

সর্বশেষ ১৬ই ডিসেম্বর অনন্য মামুন এর “আমি তোমার হতে চাই” সিনেমায় সর্বশেষ পর্দায় আসেন চিত্রনায়ক সাঞ্জু জন। এ ছাড়া ও হাতে রয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত “নীলিমা” এবং মেহেদী হাসান ও পনি আবেদিন পরিচালিত “এজেন্ট-৩” নামে আরো একটি চলচ্চিত্রের।

Tuesday, November 15, 2016

দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না

দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না

ইয়াসিন ইফাতঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী ১৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন ধরনের গল্পের এক অমর প্রেমের ছবি ‘যদি তুমি জানতে’

নবাগত নায়ক আশরাফ কিটুর সাথে জুটি বেধে অভিনয় করেছেন ভিট চ্যানেল আই সেরা মডেলদের মাঝ থেকে উঠে আসা লাস্যময়ী সুন্দরী তানিয়া বৃষ্টি।
সম্ভাবনাময়ী নারী পরিচালক নদী ফিরোজের পরিচালনায় ছবিটিতে এক অমর প্রেম কাহিনী ফুটে উঠেছে।

ছবিটির গল্প সম্পর্কে নায়ক আশরাফ কিটু জানান,গির্জায় বেড়ে ওঠা পরিচয় ও ধর্মহীন এক ছেলে জোসেফ যে কিনা ভালবেসে ফেলে খ্রিস্টান মেয়ে জুলি কে। কিন্তু ভাগ্যের পরিক্রমায় জানা যায় যার দুধ খেয়ে বড় হয়েছে জোসেফ জুলি তারই মেয়ে। কিন্তু ভালবাসা তো অন্ধ এত নিয়ম মানে না। তাদের ভালবাসা দেখে গির্জার ফাদার তাদের বিয়ে দিতে চায়। কিন্তু বিয়ের রাতেই মারা যায় জুলি। বিধাতার উপর বিশ্বাস হারিয়ে ফেলে জোসেফ। জুলিকে স্বর্গে গিয়ে পাবার জন্য সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার।

আর নায়িকা জানান, ছবিটিতে আমি এক সাথে ৩টি চরিত্রে অভিনয় করেছি। যাত্রাপালার মেয়ে, চঞ্চল এক মেয়ে আর মৃত্যুর পরে ফিরে আসা এক তরুনী। খুব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল আমার জন্য। খুব ভাল একটা কাজ হয়েছে ‘যদি তুমি জানতে’। ছবি দেখার সময় দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারবে না বলে আমার বিশ্বাস।

ছবিটিতে তানিয়া বৃষ্টি, আশরাফ কিটু ছাড়াও অভিনয় করেছেন শাহেদ চৌধুরী, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে।


উল্লেখ্য যে, ‘যদি তুমি জানতে’  আশরাফ কিটুর প্রথম ছবি হলেও তানিয়া বৃষ্টি এর আগে বেশ কয়েকটি সিনেমা, নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন।

নিঝুমের “রিফ্লেকশন”


নিঝুমের “রিফ্লেকশন”


 ইয়াসিন ইফাতঃ না কোন সিনেমার নাম নয়। আজ ১৫ ই নভেম্বর সন্ধ্যা ৭টায় উদ্বোধন হতে যাচ্ছে চিত্র নায়িকা নিঝুম রুবিনার বিউটি পার্লার “রিফ্লেকশন” এর

বর্তমান সময়ে ছেলেদের পাশাপাশি মেয়েরা ও সমান তালে ব্যস্ত। আর এই ব্যস্ততার কারনে নিজের ত্বকের প্রতি যত্ন নেয়ার সময় টুকু থাকে না। তাই নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য বেছে নিতে হয় পার্লারকে। আর এই কথাটাকে মাথায় রেখেই পার্লার ব্যবসায় পা দিল সময়ের ব্যস্ত চিত্র নায়িকা নিঝুম রুবিনা। সুনাম ধন্য মেকাপ আর্টিস্ট মনির হোসেন কে সাথে নিয়ে আজ গুলশানের নিকেতনের ‘বি’ ব্লকে উদ্বোধন হতে যাচ্ছে পার্লারটির।
পার্লার টির মান ভাল করার জন্য ইতিমধ্যে দক্ষ কর্মী নিয়োগ শুরু হয়েছে। সাজতে পছন্দ এমন নারীরা এখন থেকে মান সম্মত বিউটি এন্ড হেয়ার ট্রিটমেন্ট এর পাশাপাশি সাজতে পারবেন মনের মত করে।

উল্লেখ্য যে, চিত্র নায়িকা নিঝুম রুবিনা ২০০৮ সালে গ্রামীনফোনের বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এর পরপর ই চুক্তি বদ্ধ হন “কিস্তির জ্বালা” নামে একটি সিনেমায়। কিন্তু এই সিনেমার আগেই বড় পর্দায় আসেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশী ভালবাসা যায়না’ সিনেমা দিয়ে। এর পর একে একে তার ৩ টি সিনেমা মুক্তি পায়। মুক্তির মিছিলে আছে ‘ভালবাসা ডট কম’ ‘মেঘকন্যা’ ‘জান রে’ ইত্যাদি চলচ্চিত্র। এছাড়া খুব তারাতারি শুটিং  শুরু হচ্ছে ‘একটি অসমাপ্ত প্রেমের গল্প’ সিনেমার।

                বিউটি পার্লার এর ভিতরে ইতিমধ্যে পৌঁছে গেছে আধুনিক সকল যন্ত্রপাতি।




Wednesday, October 26, 2016

আবারো উপস্থাপনায় আশিক চৌধুরী

আবারো উপস্থাপনায় আশিক চৌধুরী


ইফাত ইয়াসিনঃ “বেশি বেশি হাসুন ভালভাবে বাঁচুন”  এই শ্লোগানে ২০১২ সালে শুরু হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “এবি টেলিকম কমেডি আওয়ার” ।

সাঈদ তারেক এর পরিকল্পনা ও পরিচালনায় এতদিন অনুষ্ঠানটি  উপস্থাপনা করছিলেন  দেবাসিশ বিশ্বাস। তবে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানটিকে আরো চমকপ্রদ ভাবে সাজানো হয়েছে। এখন থেকে অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক আশিক চৌধুরী এবং সাথে থাকছে অভিনেত্রী তাসনিয়া মেহজাবিন জেরিন ।  

চিত্র নায়ক আশিক চৌধুরী সিনেমা, মডেলিং, নাটক এর পাশাপাশি নিয়মিত উপস্থাপনা ও করছেন। এর আগে তিনি এনটিভির লাইভ অনুষ্ঠান “প্রান মিল্ক ক্যান্ডি জানার আছে বলার আছে” এশিয়ান টিভির ঈদ প্রোগ্রাম সহ বেশ কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।

অনুষ্ঠানটিতে বিভিন্ন সময় তুলে ধরা হয় কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতি-নকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশি ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশি ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন।
এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা।

আজ ২৭ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে আশিক চৌধুরীর এবং তাসনিয়া মেহজাবিন জেরিন এর এক সাথে সঞ্চালনায় ১ম এবং কমেডি আওয়ার এর ৮৫তম পর্ব।  

Sunday, October 23, 2016

মাহির প্লাস্টিক সার্জারি রুপ ফারিন


মাহির প্লাস্টিক সার্জারি রুপ ফারিন


“অগ্নি” এবং “অগ্নি-২” সিনেমায় অনবদ্য অভিনয় করে অগ্নি কন্যা বনে যাওয়া নায়িকা মাহিয়া মাহি। অগ্নি সিনেমার পরবর্তী সিকোয়েন্স হতে যাচ্ছে “অগ্নি-৩”। কিন্তু বরাবরের মত এবার এতে নায়িকা হিসেবে মাহিকে পাচ্ছে না দর্শক। কেননা অগ্নি-২ এর শুটিং চলাকালে জাজ ঘোষণা দিয়েছিল তারা মাহিকে নিয়ে আর কোন সিনেমা বানাবেন না।

তাই এবার এক্সিডেন্ট এর পর প্লাস্টিক সার্জারি করে নায়িকার চেহারা পরিবর্তন হয়ে গেছে এমন ভাবে উপস্থাপন করা হবে নতুন নায়িকা ফারিন কে।

সাভারের মেয়ে ফারিন শোবিজ অঙ্গনে তেমন পরিচিত না হলে ও টুকটাক র‍্যাম্পে মডেল হিসেবে কাজ করেছেন। প্রায় ৬ মাস আগে থেকেই জাজের সঙ্গে পরিচয় ফারিনের। এরই মধ্যে জাজ এর তত্ত্বাবধানে কলকাতা থেকে নাচ এবং অভিনয়ের উপর গ্রুমিং করে এসেছেন বলে বিশ্বস্ত একটি সুত্র জানান।

বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। খুব তারাতারি বাংলাদেশ এর জাজ এবং ভারতের এস কে মুভিজের ব্যানারে ছবিটি নির্মাণ করা হবে।


এখন দেখার পালা মাহির পর ফারিন কে অগ্নি কন্যা রুপে কেমন ভাবে গ্রহন করে নতুন নায়িকা ফারিন কে।

Saturday, October 22, 2016

বাপ্পী সাহার সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে আশিক চৌধুরী


বাপ্পী সাহার সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে আশিক চৌধুরী




ইয়াসিন ইফাতঃসুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে সবসময় কিছু না কিছু চমক দেখা যায়। দেশের নামকরা তারকাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে ইতিমধ্যে দেশের ১ম সারির সরিষার তেলের ব্রান্ডে পরিনত হয়েছে।

সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনের সব শেষ মডেল ছিলেন চিত্র নায়ক তৌফিক এবং চিত্র নায়িকা পূর্ণিমা। তবে এবার জুটি নয় একক ভাবে আসছে চিত্র নায়ক আশিক চৌধুরী।


বিজ্ঞাপন নির্মাতা বাপ্পী সাহার পরিচালনায় গতকাল নরসিংদী তে বিজ্ঞাপন টির চিত্রায়ন সম্পন্ন হয়। নরসিংদী তে গতকাল সারাদিন শুটিং এ অংশ নেন চিত্রনায়ক আশিক চৌধুরী ।

আগামী মাস এর প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের সকল চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।



উল্লেখ্য যে, চিত্র নায়ক আশিক চৌধুরী সিনেমা, নাটক এর পাশাপাশি প্রায় এক ডজন বিজ্ঞাপনে কাজ করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন।

Tuesday, October 18, 2016

গ্রামীনফোন এবং লুকাস ব্যাটারির বিজ্ঞাপনে চিত্রনায়ক আশিক


গ্রামীনফোন এবং লুকাস ব্যাটারির বিজ্ঞাপনে চিত্রনায়ক আশিক


ইয়াসিন ইফাতঃ রাজধানীর কোকাকোলা স্টুডিও তে চলছে চিত্রনায়ক আশিক চৌধুরী এবং গুনী অভিনেত্রী আফরোজা বানুর এক সাথে চিত্রায়িত গ্রামীন ফোনের  নতুন একটি বিজ্ঞাপনের।

রান আউট প্রডাকশন এর ব্যানারে আদনান আল রাজিব এর পরিচালনায় বিজ্ঞাপনটিতে মা-ছেলের ভুমিকায় অভিনয় করেছেন আশিক এবং আফরোজা বানু। আজ সারাদিন চলবে নতুন এই বিজ্ঞাপনটির শুটিং।

চিত্রনায়ক আশিক জানান, আফরোজা ম্যাম এর সাথে এটা আমার প্রথম কাজ না। এর আগে এশিয়ান টিভির “সেকেন্ড ইনিংস” এ আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনেক গুণী একজন অভিনেত্রী ম্যাম। খুব হেল্পফুল একজন মানুষ। আশা করি বিজ্ঞাপনে মা ছেলের ভুমিকায় দর্শক খুব তারাতারি আমাদেরকে দেখতে পাবেন।


গত সপ্তাহে আশিক চৌধুরী শেষ করেছেন আরো একটি বিজ্ঞাপন এর কাজ। সেখানে ডাবল ক্যারেক্টারে অভিনয় করেছেন জনপ্রিয় এই অভিনেতা। ওয়াহিদ তারিক এর পরিচালনায় লুকাস ব্যাটারীর একটি বিজ্ঞাপনে তিনি একটি বাবা এবং আর একটি যুবক চরিত্রে অভিনয় করেছেন।  

খুব তারাতারি বাংলাদেশের প্রায় সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনগুলোর প্রচার শুরু হবে।


উল্লেখ্য যে, চিত্রনায়ক আশিক চৌধুরী এর আগে ওয়ালটন মোবাইল, শরীফ মেলামাইন, পেপসোডেন্ট টুথ পাওডার, প্যারাসুট নারকেল তেল, টেলেগো মোবাইল, রানার মোটরসাইকেল, পারটেক্স প্লাস্টিক সহ বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। 

Saturday, October 8, 2016

একজন যুদ্ধশিশু জাহিদুল


একজন যুদ্ধশিশু জাহিদুল




ইয়াসিন ইফাতঃ গত ৬ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হল “থিয়েটার ৫২” এর ১ম প্রযোজিত নাটক “ নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে”। বদরুজ্জামান আলমগীর রচয়িত নাটকটিতে নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ।

জাহিদুল ইসলাম নামে এক যুদ্ধ শিশুকে কেন্দ্র করে গল্পের কাহিনী এগিয়ে যায়। গল্পটিতে বাংলার মিথ এবং মুক্তিযুদ্ধের মিথস্ক্রিয়া ঘটানো হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ যুদ্ধ শিশুর ভুমিকায় অভিনয় করেন থিয়েটার বেইলী রোড এর নিয়মিত অভিনেতা নূরে খোদা মাসুক সিদ্দিক। উপস্থিত দর্শক জানান, মাসুক জাহিদুল ইসলাম চরিত্র  খুবই ভাল ভাবে উপস্থাপন করেছেন । তার ডায়লগ, অভিনয় প্রক্ষেপন অন্যদের থেকে একদম আলাদা।

মাসুক ছাড়াও দাদী চরিত্রে শিলু সুহাসিনি ও লুপ্পা চরিত্রে সঙ্গীতা চৌধুরী খুব ভাল করেছে। কমলা সুন্দরী চরিত্রটি সঙ্গীতা চৌধুরীর জন্য খুব মানানসই ছিল। কাজ দেখেই বোঝা যায় সঙ্গীতা-মাসুক উভয়ের নাচ এবং অভিনয়ে খুব ভাল প্রশিক্ষন আছে।

এছাড়াও প্রতিটা অভিনেতাই তার সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করেছেন।

অকাল প্রয়াত প্রাচ্যনাটের সদস্য রিংকন শিকদার এর “যাইবার আগে যাও বলে যাও...” গানটি নাটকে ব্যবহার করা হয়েছে। সংগীত প্রক্ষেপন করেছেন আব্দুল্লাহ আল রুম্মান। কোরিগ্রাফার হিসেবে কাজ করেছেন কামরুল হাসান, রবিন বসাক, মাসুক সিদ্দিক। নাটকের সমন্বয়ক ছিলেন মোঃ নজরুল ইসলাম। 

নাটকটির ২য় শো মঞ্চায়িত হবে আগামী ১২ ই অক্টোবর। 

অভিনেতা মাসুক বর্তমানে বিভিন্ন চ্যানেলে নাটক এবং নিয়মিত উপস্থাপনার কাজ করছে। 

Thursday, October 6, 2016

জীবনের তাগিদে এক বৃদ্ধ লোককে বিয়ে করলেন নিঝুম রুবিনা।


জীবনের তাগিদে এক বৃদ্ধ লোককে বিয়ে করলেন নিঝুম রুবিনা।




ইয়াসিন ইফাতঃ গ্রামের এক হত দরিদ্র ঘরের মেয়ে নিঝুম রুবিনা। একটু ভালভাবে খেয়ে পরে বাঁচার জন্য জীবনের তাগিদে  এক বৃদ্ধ লোককে বিয়ে করেন। এবং সতীত্ব রক্ষার জন্য একদম নিরুপায় হয়ে তার ভালবাসার মানুষটিকে খুন করে ফেলেন।

এরকমই একটি গল্প নিয়ে পরিচালক রাহুল রৌশন নির্মাণ করছে তার পরবর্তী চলচ্চিত্র “একটি অসমাপ্ত প্রেমের গল্প”। যেখানে দরিদ্র মেয়েটির চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত নায়িকা নিঝুম রুবিনা।

আগামী ১৪ ই অক্টোবর মুক্তি পাচ্ছে নিঝুম রুবিনার ৪র্থ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র “ভালবাসা ডট কম”। মোহাম্মাদ আসলাম পরিচালিত ছবিটিতে নিঝুম রুবিনার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অভি। আর ছবি মুক্তির ২দিন পর ১৬ অক্টোবর থেকে শুরু হবে নিঝুমের নতুন এই চলচ্চিত্রের।

জয়া মিডিয়া প্রোডাকশন হাউজ থেকে নায়িকা নিঝুম রুবিনার ৩য় এবং পরিচালক রাহুল রৌশন এর ২য় চলচ্চিত্র হতে যাচ্ছে “একটি অসমাপ্ত প্রেমের গল্প”।

ছবিটিতে নিঝুম রুবিনা ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মাসুম আজিজ, প্রবীর মিত্র, রেহানা জলি সহ অনেকে। তবে মূল ভূমিকায় অভিনয়ের জন্য দেশের একজন জনপ্রিয় শক্তিমান অভিনেতাকে নেয়া হচ্ছে বলে যানা যায়। পরিচালক খুব শীঘ্রই তার নাম ঘোষণা করবেন।


উল্লেখ্য যে নায়িকা নিঝুম রুবিনা অভিনীত “মেঘ কন্যা” এবং “জান রে...” সিনেমা ২টি মুক্তির অপেক্ষায় রয়েছে। “মেঘ কন্যা”  তে নায়ক হিসেবে রয়েছে ফেরদৌস এবং “জান রে...” তে জুটি বেধেছেন নায়ক শিপন এর সাথে। 

Tuesday, September 27, 2016

জাজের মেয়েটি এখন শাহরিয়াজের কাছে যাবে।


জাজের মেয়েটি এখন শাহরিয়াজের কাছে যাবে।




ইয়াসিন ইফাতঃ কি দারুন দেখতে সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান খুলনার ছেলে শাহ রিয়াজ। তখন জাজ এর নায়িকা মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছিলেন সুদর্শন এই নায়ক। আবারো জাজের নায়িকার বিপরীতে অভিনয় করবেন তিনি। তবে মাহি নন এবার পাশে পাচ্ছে জাজের সৃষ্টি “অঙ্গার”, “নিয়তি” খ্যাঁত নায়িকা জলিকে। আর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে পাচ্ছে বাংলাদেশের ১ম সারির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ কে।

নাদের চৌধুরী পরিচালিত ছবিটির নাম “মেয়েটি এখন কোথায় যাবে” ছবিতে দেখা যাবে শাহরিয়াজ একটি মেয়েকে পছন্দ করেন। কিন্তু মেয়েটি সাড়া দেয় না। শাহরিয়াজও তার পিছু ছাড়েন না। পাগল প্রেমিকের একটাই কথা, ‘তোমার যেদিন আমাকে ভালবাসতে ইচ্ছে হবে সেদিন ভালবেসো আমাকে

নন্দিত লেখক ইমদাদুল হক মিলনের “মেয়েটি এখন কোথায় যাবে” উপন্যাস অবলম্বনে “মেয়েটি এখন কোথায় যাবে”র  চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু
১০ অক্টোবর জাজের প্রযোজনায় নাদের চৌধুরী পরিচালিত দ্বিতীয় ছবিটি শুটিং ভোলায় শুরু হবে। এর আগে তিনি ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন “লালচর”


এদিকে শাহরিয়াজ অভিনীত “শুটার” মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। আরো অভিনয় করছেন দেবাশীষ বিশ্বাসের “চল পালাই” বুলবুল বিশ্বাস পরিচালিত “রাজনীতি” সহ বেশ কিছু চলচ্চিত্রে
আর জলি অভিনীত ৩য় চলচ্চিত্র হতে যাচ্ছে “মেয়েটি এখন কোথায় যাবে”