১০০ বছর আগের সত্য ঘটনা অবলম্বনে ‘নুরজাহান’
হালের সম্ভাবনাময় নায়ক সূর্য-রাজ কাজ শুরু করেছেন নতুন ছবিতে।ছবিটির নাম
নুরজাহান।
এটি পারভেজ শুভ প্রডাকশন এর প্রথম কাজ। আর এতে নায়িকা হিসেবে থাকছেন হালের
আর এক সম্ভাবনা ময়ী নায়িকা রজনী। ছবিটি পরিচালনা করছেন এম এ সালাম।
এটি ১০০ বছর আগে তিতাস নদীর পারে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে
নির্মিত হচ্ছে।
এতে দেখা যাবে জমিদারের ছেলে রাসুর প্রেমের জন্য চাকর হওয়া, রোগ-শোক,
নিঃস্ব জীবন ও শেষে ভালবাসার জন্য নায়ক নায়িকার মর্মান্তিক পরিনতি।
ছবি প্রসঙ্গে সূর্য-রাজ বলেন, এ সময়ে আমাদের দেশে যে ধরনের ছবি নির্মাণ
হচ্ছে এটির গল্প সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা, তবে সবার ভাললাগার মত অনেক কিছু ই
থাকবে ছবিটি তে।
এ দিকে সূর্য-রাজ অভিনিত ‘চুপি চুপি প্রেম’ ছবিটি মুক্তির মিছিলে আছে। এ
ছাড়া ও সূর্য ‘অনেক সাধনার পরে’ ও ‘একাত্তরের মা জননী’ ছবিতে অভিনয় করেছেন।
No comments:
Post a Comment