Sunday, April 26, 2015

জাজের পরবর্তী যেকোনো ছবিতে জিৎ



জাজের পরবর্তী যেকোনো ছবিতে জি


কলকাতার নায়ক অঙ্কুশ, ওম এরপর জাজের ছবিতে আসছেন টালিগঞ্জের জিতেন্দ্র মাদনানি জি না দীপক অধিকারী দেব?
আলোচনা যখন চারদিকে ঠিক তখনই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মিটিং করেছেন ওপার বাংলার নায়ক জি-এর সঙ্গে। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে জি-এর অভিনয় করা নিয়েই এই মিটিং। জি- নাকি সম্মতি জ্ঞাপন করেছেন। এমন খবরই শোনা যাচ্ছে কান পেতে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাজ মাল্টিমিডিয়ার একজন কর্মকর্তা বলেন, কলকাতার অনেকের সঙ্গেই তিনি মিটিং করছেন। তবে অফিসিয়িালি আমরা এখনো শিউর না। আর শিউর না হলে আমাদের পক্ষে কিছুই বলা সম্ভব নয়
জাজ কর্তৃপক্ষ যাই বলুক না কেন আমাদের সূত্র নিশ্চিত করেছে জাজের পরবর্তী যেকোনো ছবিতে জি অভিনয় করছেন। এমনকি দেবের সঙ্গেও চলছে তাদের আলোচনা
মাত্র কয়েকদিন আগেই জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন ছবিপ্রেমী প্রেমীতে মডেল উপস্থাপিকা নুসরাত ফারিয়াকে উপস্থাপন করেন। নুসরাত ফারিয়াকে নিয়েও বেশ লুকোচুরির আশ্রয় নিয়েছিল প্রতিষ্ঠানটি। এখন হয় তো জি-এর ব্যাপারেও কিছুদিন চলবে লুকোচুরি
উল্লেখ্য কলকাতার এসকে মুভিজের সঙ্গে যৌথ প্রযোজনায় ৬টি ছবি করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে বছরের জানুয়ারিতে মুক্তি পায় অশোক পতি পরিচালিতরোমিও বনাম জুলিয়েট এতে অভিনয় করেন মাহিয়া মাহী অঙ্কুশ হাজরা। শুটিং চলছে ইফতেখার চৌধুরী পরিচালিতঅগ্নি-এর কাজ। এতে মাহির বিপরীতে আছেন কলকাতার ওম। ছাড়া সম্প্রতি মহরত করেছেনপ্রেমী প্রেমীছবির। যেখানে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ

No comments:

Post a Comment