Thursday, April 23, 2015

ফিরছেন মিস বাংলাদেশ তিন্নি



ফিরছেন মিস বাংলাদেশ তিন্নি
 
Tinny

খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন শ্রাবন্তী দত্ত তিন্নি সাবলীল বাচনভঙ্গি আর চরিত্রের সাথে মিশে যেতে পারাটা ছিল তার সহজাত গুণ কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তিনি ছিলেন উদাসীন বিপর্যস্ত মানসিক কারণে অভিনয় থেকে অনেকটা স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছিলেন তিনি
দেরিতে হলেও সেই ভুল বুঝতে পেরেছেন তিন্নি। অভিনয় যে শিল্পসত্তা সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করেন এখন। তাই আবার অভিনয়ে নিয়মিত হতে চান। সব কিছু ঠিক থাকলে আগামী দুই-এক মাসের মধ্যেই আবার ক্যামেরার সামনে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে তিন্নি বলেন, চলার পথে অনেক ভুল সিদ্ধান্ত আমাকে বিপর্যস্ত করেছে। অনেক সময় ভালোমন্দের পার্থক্য করাও দুরূহ হয়ে যেত। পরিণতিতে যা হওয়ার তাই হয়েছে। তবে পেছনের ভাবনাগুলোকে আর সামনে আনতে চাই না। সব কিছু ভাবতে চাই নতুন করে। তিনি বলেন, অভিনয়ে অনেক দিনের বিরতি হয়ে গেছে। তাই মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নেয়া প্রয়োজন। সব কিছু ঠিক থাকলে আবার দুই-এক মাসের মধ্যে ক্যামেরার সামনে দাঁড়াতে চাই। তার আগেই ব্যক্তিগত কাজগুলো গুছিয়ে নেবো।
মাঝের কয়েক বছর টিভি নাটক, চলচ্চিত্র, টকশো, বিজ্ঞাপন এবং মিডিয়ার কোনো অনুষ্ঠানে দেখা যায়নি আলোচিত এই মডেল অভিনেত্রীকে। সর্বশেষ গত বছর একটি রেডিও অনুষ্ঠানে তার কথা শুনতে পেরেছিলেন শ্রোতারা। পরে আবার অভিনয়ে ফিরছেন তিন্নি এমন খবর বেরোলেও তার আর বাস্তবায়ন ঘটেনি। সম্পর্কে তিন্নি বলেন, এক বছর ধরেই অভিনয়ে আবার নিয়মিত হওয়ার চেষ্টা চালাচ্ছি। কিন্তু মানসিক শারীরিক দুই দিক থেকেই দুর্বল থাকায় এত দিন সেটা সম্ভব হয়নি। এখন সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছি। আশা করি এবার ইচ্ছের বাস্তবায়ন ঘটবে।
২০০৪ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন তিন্নি। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। বিচরণ ছিল বড় পর্দায়ও। নূরুল আলম আতিকের ডুবসাঁতার, মোস্তফা সরয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে চলচ্চিত্রেও অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তার।

1 comment: