''রানা প্লাজা'' মুক্তির প্রতীক্ষায়
আলোচিত ঘটনা রানা
প্লাজা ধ্বংসের কাহিনী
নিয়ে নির্মিত ''রানা
প্লাজা'' ছবিটি অনেকদিন ধরে
মুক্তির প্রতীক্ষায় রয়েছে। কিন্তু
সেন্সর বোর্ড থেকে
এই ছবির গুরুত্বপূর্ণ কিছু
দৃশ্যে ছেঁটে ফেলতে
বলা হয়েছে। যার
কারণেই ঝুলে রয়েছে
ছবিটি।
তবে ছবির
পরিচালক নজরুল ইসলাম
খান আশাবাদ ব্যক্ত
করে বলেছেন জটলটাগুলো পেছন
ফেলে বড় পর্দায়
মুক্তি দেয়া হবে
আলোচিত এই ছবিটি। দীর্ঘদিন ধরে
ছবিটি সেন্সরে জমা
দেওয়া থাকলেও এটির
ছাড়পত্র দিচ্ছে না
সেন্সরবোর্ড।
পরিচালক নজরুল ইসলাম
খান জানালেন, ''সেন্সরবোর্ড থেকে
বলা হয়েছিল, রানা
প্লাজা ধ্বংসের দৃশ্যটি ছবির
গল্প থেকে বাদ
দিতে হবে। আমি
বলেছি, এটাই আমাদের
ছবির মূল গল্প,
এটা বাদ দিলে
আমার ছবির কিছু
থাকবে না। ছবির
নাম রানা প্লাজা,
ছবির গল্প রেশমা—কী বাদ
দেব আমি?
পরিচালক জানিয়েছেন, ''উচ্চ
আদালত থেকে আমরা
রায় পেয়েছি। আশা
করি, সেন্সরবোর্ডের সঙ্গে
কথা বলে আমরা
খুব তাড়াতাড়ি ছবিটি
মুক্তি দিতে পারব।
ছবিটির প্রধান দুটি
চরিত্রে অভিনয় করেছেন
সাইমন সাদিক ও
পরী মণি।
No comments:
Post a Comment