তিন নায়কের ২৮ তারিখ !
ইফাত ইয়াসিনঃ আজ ২৮ শে মে জনপ্রিয় নায়ক ইমন এর শুভ
জন্মদিন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তার ১ মাস আগেই ২৮ এপ্রিল জন্মদিন ছিল
চিত্রনায়ক আশিক চৌধুরীর। আবার তারও ঠিক ১ মাস আগে ২৮ মার্চ ছিল জনপ্রিয় নায়ক
শাকিব খানের জন্মদিন। শুধু জন্মদিনের ক্ষেত্রেই না তিন জনের চেহারাতেও রয়েছে
অসম্ভব মিল। তিন জন এক সাথে দাড়ালে সবাই মনে করবে তিন ভাই। তিনজনের কাজের ক্ষেত্রে
সবাই ই যার যার অবস্থান থেকে সফল।
বাংলালিংক এর বিজ্ঞাপন এর মাধ্যমে মিডিয়াতে
নাম লেখান আজকের জনপ্রিয় নায়ক ইমন। বাংলালিংক এর বিজ্ঞাপন এর পর আসতে থাকে একের পর
এক সিনেমার অফার। সুযোগ টাকে কাজে ও লাগিয়ে ফেলেন দূরদর্শী এ নায়ক।
ছোট বেলা থেকেই মঞ্চ নাটকে অভিনয় করে আসছিলেন
আজকের চিত্রনায়ক আশিক চৌধুরী।অভিনয় এবং
নায়কখচিত চেহারা দিয়ে একে একে অভিনয় করেছেন ৫ টি সিনেমায়। হাতে রয়েছে অনেক গুলো
সিনেমার কাজ। সিনেমার পাশাপাশি অভিনয় করছে বিভিন্ন একক এবং ধারাবাহিক নাটকে।
আর বর্তমান সুপারস্টার কিং খান খ্যাঁত নায়ক
শাকিব খান। ঢালিউড কে ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে আজ এই অবস্থানে নিয়ে এসেছে আজকের
সুপারস্টার শাকিব খান। শাকিব খান একমাত্র নায়ক যার নামেই ছবি অর্ধেক হিট হয়ে যায়।
শাকিব খান এবং ইমন দুইজন ই তাদের নিজ
ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখছেন। আর সেই সাথে আশিক চৌধুরী ও তাদের পথ অনুসরন করে
এগিয়ে চলেছে সফলতার দিকে।
তিনজন নায়ক ই আলাদা ভাবে ছবি করলেও এখন
পর্যন্ত তাদের কে এক সাথে চলচ্চিত্রে দেখা যায়নি। তিনজন কে এক সাথে কাজে লাগালে
ঢালিউড পেতে পারে সুপার ডুপার ব্লক বাস্টার হিট কোন সিনেমা।
No comments:
Post a Comment