Tuesday, May 31, 2016

শেষ হল “ফিফটি ফিফটি লাভ” এর গানের শুটিং।



শেষ হল “ফিফটি ফিফটি লাভ” এর গানের শুটিং।



ইফাত ইয়াসিনঃ শুটিং এর শেষ পর্যায়ে এসে গত ৩০ তারিখ ঢাকার অদূরে সাভারের ফুলবাড়িয়া এবং ৩১ তারিখ সোনারগাঁও জাদুঘরে হয়ে গেল “ফিফটি ফিফটি লাভ” সিনেমার একটি গানের শুটিং।  গানটিতে পারফর্ম করেন নায়ক আশিক চৌধুরী এবং নায়িকা অঞ্জলী সাথী। 

বছর খানিক আগে পরিচালক মুকুল নেত্রবাদী শুরু করেছিল আশিক-অঞ্জলী এবং শাহ রিয়াজকে নিয়ে “ফিফটি ফিফটি লাভ” নামে একটি নতুন সিনেমা। এক বছর আগে শুটিং শুরু করলে ও এই কিছুদিন আগে লাক্স তারকা অরিনকে নতুন করে চুক্তিবদ্ধ করা হয়েছে ছবিটিতে। 

ছবিটির কাহিনী সম্পর্কে নায়ক আশিক জানান, সম্পূর্ণ অন্য ধরণের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে “ফিফটি ফিফটি লাভ” সিনেমাটি। অনেক দিন ধরে এরকম একটা গল্পে অভিনয়ের ইচ্ছা ছিল। বর্তমান সময়ের প্রেমের বাস্তব গল্প নিয়ে এগিয়ে যাবে ছবিটির কাহিনী। 

ছবিটিতে শাহ রিয়াজ-অরিন প্রথম জুটি হলেও আশিক-অঞ্জলী জুটির চতুর্থ ছবি এটি। এর আগে আশিক-অঞ্জলী এক সাথে অভিনয় করেছে “হৃদয় দোলানো প্রেম”, “স্বর্গ থেকে নরক” এবং “হৃদয় ছোঁয়ার দিন” নামে আরো তিনটি চলচ্চিত্রে।

প্রযোজনা প্রতিষ্ঠান মধুমিতার ব্যানারে ছবিটির কাহিনী চিত্রনাট্য করেছে আব্দুল্লাহ জহির বাবু।

No comments:

Post a Comment