ওম এবং পরীমনির সাথে পাষাণ হচ্ছে তানভীর
‘দেশা:দ্যা লিডার’ এবং ‘হিরো-৪২০’ এর পর পরিচালক সৈকত নাসির এবার নিয়ে আসছেন তার তৃতীয় ছবি ‘পাষাণ’। আর এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে পরীমনি , ওম এবং তানভীর কে। যদিও আগে পরীর বিপরীতে অভিনয় করার কথা ছিল নবাগত সুমিতের। কিন্তু এখন গল্পে একটু পরিবর্তন আসায় সুমিতের পরিবর্তে আসছেন ওম।
নায়ক বদলের ব্যাপারটি নির্মাতা সৈকত সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘গল্পেএকটু পরিবর্তন এসেছে। এখানে সুমিতের চেয়ে ওমকে বেশি প্রয়োজন। আমরা ওম ও সুমিত— দুজনের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ও বাংলাদেশ থেকে আর একজন নায়ক থাকছে,সে হচ্ছে তানভীর। তবে নায়িকা হিসেবে পরীমণিই থাকছেন।’
নতুন এ ছবির শুটিং শুরু হবে আজ ৪ আগস্ট থেকে। টানা চার দিন সিলেটে এর কাজ হবে। তবে এখানে নায়ক-নায়িকা কেউ অংশ নেবেন না। এই মাসের ১৫ তারিখে ওম আর ২০ তারিখে পরীমণি ঢাকার শুটিংয়ে যুক্ত হবেন। ‘পাষাণ’ ছবিটি প্রযোজনা করেছে ভিজ্যুলাইজার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
No comments:
Post a Comment