বাপ্পী সাহার সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে
আশিক চৌধুরী
ইয়াসিন ইফাতঃসুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনে সবসময় কিছু না
কিছু চমক দেখা যায়। দেশের নামকরা তারকাদের দিয়ে বিজ্ঞাপন করিয়ে ইতিমধ্যে দেশের ১ম
সারির সরিষার তেলের ব্রান্ডে পরিনত হয়েছে।
সুরেশ সরিষার তেলের বিজ্ঞাপনের সব শেষ মডেল
ছিলেন চিত্র নায়ক তৌফিক এবং চিত্র নায়িকা পূর্ণিমা। তবে এবার জুটি নয় একক ভাবে
আসছে চিত্র নায়ক আশিক চৌধুরী।
বিজ্ঞাপন নির্মাতা বাপ্পী সাহার পরিচালনায়
গতকাল নরসিংদী তে বিজ্ঞাপন টির চিত্রায়ন সম্পন্ন হয়। নরসিংদী তে গতকাল সারাদিন
শুটিং এ অংশ নেন চিত্রনায়ক আশিক চৌধুরী ।
আগামী মাস এর প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের
সকল চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।
উল্লেখ্য যে, চিত্র নায়ক আশিক চৌধুরী
সিনেমা, নাটক এর পাশাপাশি প্রায় এক ডজন বিজ্ঞাপনে কাজ করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন।
No comments:
Post a Comment