Wednesday, October 26, 2016

আবারো উপস্থাপনায় আশিক চৌধুরী

আবারো উপস্থাপনায় আশিক চৌধুরী


ইফাত ইয়াসিনঃ “বেশি বেশি হাসুন ভালভাবে বাঁচুন”  এই শ্লোগানে ২০১২ সালে শুরু হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “এবি টেলিকম কমেডি আওয়ার” ।

সাঈদ তারেক এর পরিকল্পনা ও পরিচালনায় এতদিন অনুষ্ঠানটি  উপস্থাপনা করছিলেন  দেবাসিশ বিশ্বাস। তবে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানটিকে আরো চমকপ্রদ ভাবে সাজানো হয়েছে। এখন থেকে অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক আশিক চৌধুরী এবং সাথে থাকছে অভিনেত্রী তাসনিয়া মেহজাবিন জেরিন ।  

চিত্র নায়ক আশিক চৌধুরী সিনেমা, মডেলিং, নাটক এর পাশাপাশি নিয়মিত উপস্থাপনা ও করছেন। এর আগে তিনি এনটিভির লাইভ অনুষ্ঠান “প্রান মিল্ক ক্যান্ডি জানার আছে বলার আছে” এশিয়ান টিভির ঈদ প্রোগ্রাম সহ বেশ কিছু অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।

অনুষ্ঠানটিতে বিভিন্ন সময় তুলে ধরা হয় কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতি-নকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশি ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশি ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন।
এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা।

আজ ২৭ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে আশিক চৌধুরীর এবং তাসনিয়া মেহজাবিন জেরিন এর এক সাথে সঞ্চালনায় ১ম এবং কমেডি আওয়ার এর ৮৫তম পর্ব।  

No comments:

Post a Comment