মাহির প্লাস্টিক সার্জারি রুপ ফারিন
“অগ্নি” এবং “অগ্নি-২” সিনেমায় অনবদ্য অভিনয়
করে অগ্নি কন্যা বনে যাওয়া নায়িকা মাহিয়া মাহি। অগ্নি সিনেমার পরবর্তী সিকোয়েন্স
হতে যাচ্ছে “অগ্নি-৩”। কিন্তু বরাবরের মত এবার এতে নায়িকা হিসেবে মাহিকে পাচ্ছে না
দর্শক। কেননা অগ্নি-২ এর শুটিং চলাকালে জাজ ঘোষণা দিয়েছিল তারা মাহিকে নিয়ে আর কোন
সিনেমা বানাবেন না।
তাই এবার এক্সিডেন্ট এর পর প্লাস্টিক
সার্জারি করে নায়িকার চেহারা পরিবর্তন হয়ে গেছে এমন ভাবে উপস্থাপন করা হবে নতুন
নায়িকা ফারিন কে।
সাভারের মেয়ে ফারিন শোবিজ অঙ্গনে তেমন
পরিচিত না হলে ও টুকটাক র্যাম্পে মডেল হিসেবে কাজ করেছেন। প্রায় ৬ মাস আগে থেকেই
জাজের সঙ্গে পরিচয় ফারিনের। এরই মধ্যে জাজ এর তত্ত্বাবধানে কলকাতা থেকে নাচ এবং
অভিনয়ের উপর গ্রুমিং করে এসেছেন বলে বিশ্বস্ত একটি সুত্র জানান।
বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে।
খুব তারাতারি বাংলাদেশ এর জাজ এবং ভারতের এস কে মুভিজের ব্যানারে ছবিটি নির্মাণ
করা হবে।
এখন দেখার পালা মাহির পর ফারিন কে অগ্নি
কন্যা রুপে কেমন ভাবে গ্রহন করে নতুন নায়িকা ফারিন কে।
No comments:
Post a Comment