Wednesday, May 11, 2016

মাহির সব জায়গায় ঢুকে যাচ্ছে পরীমনি।

মাহির সব জায়গায় ঢুকে যাচ্ছে পরীমনি।





ইফাত ইয়াসিনঃ মাহি ২০১২ সালে জাজ এর হাত ধরে পা রাখেন মিডিয়া অঙ্গনে।খুব অল্প সময়ে সুনিপুণ অভিনয় দিয়ে নজর কাড়েন সকল শ্রেণীর দর্শকের।
সেই জাজ এর ঘর থেকে মাহি বিতারিত হবার পর থেকে জাজ খুঁজছিলেন ভাল একজন নায়িকা কে। নুসরাত ফারিয়া, জলি দের কে আনলে ও তেমন সুবিধা করতে পারেনি তারা। তাই এবার জাজ এবার নিয়ে আসছে হার্টথ্রব নায়িকা পরীমনি কে। সাথে নতুন নায়ক হিসেবে দর্শক দের সামনে আনছে সুদর্শন নায়ক রোশান কে। তাহলে এবার দেখার পালা মাহির ঘরে পরীমনি কেমন সাড়া ফেলে।

পরিচালক সৈকত নাসির তার প্রথম "দেশা- দ্যা লিডার" ছবিতে নায়িকা হিসেবে নেন মাহি কে। কথা ছিল তার পরবর্তী ছবিতে ও নায়িকা থাকবেন মাহি। কিন্তু এবার ও বাধা হিসেবে পরীমনি। সম্প্রতি সৈকত নাসির তার পরবর্তী ছবি ঘোষণা দিয়েছেন। "পাষাণ" নামের ছবিটিতে নাসির নায়িকা হিসেবে চুক্তি বদ্ধ করিয়েছেন চিত্র নায়িকা পরীমনি কে।

No comments:

Post a Comment