Sunday, April 30, 2017

জাইদুল নাকি বাঘ !



জাইদুল নাকি বাঘ ! 



ইফাত ইয়াসিনঃ পর পর ৪টি প্রদর্শনী হয়ে গেল “ননন পুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে” নাটকের। চারটির ভিতরে শেষ  এবং থিয়েটার ৫২ এর প্রযোজনায় ৮ম শো হয় গতকাল শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে।  


বিভিন্ন দলের বেশ কিছু সম্ভাবনাময় নতুন ও পুরাতন শিল্পী নিয়ে গড়ে উঠেছে  নতুন এই দল “থিয়েটার ৫২”। আর এই দলের প্রথম প্রযোজনার নাটক “ননন পুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে”। 

বদরুজ্জামান আলমগীর এর রচনা আর জয়ীতা মহালনবীশ এর নির্দেশনায় নাটকটি শুরু হয় একটি মেলাকে কেন্দ্র করে। মেলার কোরিগ্রাফির আবহ ভাঙ্গে একটি বাঘের আগমনে।  একজন যুদ্ধশিশু জাইদুল এর জন্ম, বেড়ে ওঠা আর পরিনতির বর্ণনাই উঠে আসে পুরো নাটকে। সাথে থাকে নানা সামাজিক মিথ।

জাইদুল এর জীবনের গতি চলে দাদি আর লুপ্পা কে কেন্দ্র করে। কেননা যুদ্ধশিশু হবার কারনে সমাজ তাকে সাধারন ভাবে গ্রহন করেনা। জাইদুল চরিত্রে অভিনয় করা মাসুক তার সাবলিল অভিনয় আর নিস্পাপ চেহারার কারনে চরিত্রের সাথে একদম মিশে গেছে। তার দাদির সাথে কষ্টের দৃশ্যে যেমন দর্শকের হৃদয় ছুয়ে গেছে তেমনি লুপ্পার সাথে আনন্দঘন দৃশ্য ও খুব উপভোগ করেছে। 


পরিচালক জয়িতা মহালনবীশ মাসুক সম্পর্কে বলেন, দলের যে কয়জন সম্ভাবনাময় ছেলে আছে তার মাঝে মাসুক অন্যতম। চরিত্রের সাথে ও খুব ভাল ভাবে মিশে মাসুক থেকে জাইদুল হয়ে গেছে।


নাটকটিতে মাসুক ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রবিন বসাক, সুরভী রায়, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, আদিব মজলিস খান, হুমায়রা সারিকা,মো: আসাদুজ্জামান সরকার রিপন, রাহুল আলম, মো: রাসেল,শ্রাবন ইসলাম,ফয়সাল প্রধান ,মারজিয়া জাবীন তন্বী, শৈবাল চৌধুরী, অরিত্র মহলানবীশ, অন্তিক মহলানবীশ, আব্দুল্লাহ আল- রুম্মান  সহ আরো অনেকে।

Thursday, April 13, 2017

বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক



বর্ষবরনে থিয়েটারের ৩ নাটকে মাশুক 




ইয়াসিন ইফাতঃ বাংলা নববর্ষ উপলক্ষে মহিলা সমিতিতে আগামীকাল ৩টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টি নাটকেই অংশ নিবেন উদীয়মান তরুন অভিনেতা মাশুক সিদ্দিক।

আগামীকাল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। ব্যপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে এবারের বাংলা নববর্ষ। দিনটি উপলক্ষে আগামীকাল মহিলা সমিতিতে সৈয়দ শামসুল হক এর “পায়ের আওয়াজ পাওয়া যায়”, মারুফ কবিরের “মায়ানদী” এবং আব্দুল্লাহ আল মামুন এর “মেরাজ ফকিরের মা” নামে ৩ টি নাটক প্রদর্শিত হবে। আর ৩টিতেই অংশ গ্রহণ করছেন মাশুক। প্রথম ২টিতে সরাসরি অভিনয় করলেও শেষটিতে থাকছেন সেটে কাজ করা নিয়ে।


নাটক ৩টি সম্পর্কে মাশুক সিদ্দিক জানান, একটু পেইন হবে হয়ত তবে এটা ভেবে 
ভাল লাগছে, অসম্ভব ভাল লাগার মত সব গুলো নাটক প্রদর্শিত হবে কাল। দর্শক খুব উপভোগ করবেন কাজ গুলোকে।

 উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করা ছাড়াও মাশুক সিদ্দিক সর্বপ্রথম পর্দায় আসেন শিশু শিল্পী হিসেবে এন টিভির জনপ্রিয় অনুষ্ঠানশাপলা কুঁড়িএর উপস্থাপনার মাধ্যমে এর পরে মাই টিভিতে নব আনন্দে জাগোঅনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনা শুরু করে। সাবলীল এবং শুদ্ধ বাংলা উচ্চারন আর নায়ক সুলভ চেহারাকে হাতিয়ার করে একে একে উপস্থাপনা করেছে বৈশাখী টিভি, মাই টিভি, চ্যানেল নাইন সহ বেশ কিছু বেসরকারী টিভি চ্যানলে। বর্তমানে হাতে রয়েছে দীপ্ত টিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠানদীপ্ত কৃষি”, বাংলা টিভিরইয়ারকি স্ট্রিটসহ বেশ কিছু কাজ


দীপ্ত টিভির উপস্থাপনায় ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে প্রতিভাবান এই উপস্থাপক।  থিয়েটার, বেইলী রোড এর একজন নিয়মিত মঞ্চ অভিনেতা মাশুক সিদ্দিক নাচে যথেষ্ট পারদর্শী এন টিভি তে আব্দুল্লাহ আল মামুন পরিচালিত নাটকএক জীবনেসহ বেশ কিছু নাটক করেও বেশ প্রশংসিত হয়েছেন মাশুক