Friday, May 22, 2015

দর্শক ভালবাসায় সিক্ত ‘’অচেনা হৃদয়’’ ।।

দর্শক ভালবাসায় সিক্ত ‘’অচেনা হৃদয়’’ ।।


     গতকাল ২২ মে সারা দেশের ৩৭ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাফিকুল ইসলাম খান পরিচালিত রুদ্র সুমন, ইমন এবং প্রসূন অভিনিত ত্রিভুজ প্রেমের এক অসাধারন প্রেমের গল্পের ছবি ‘অচেনা হৃদয়’

ছবিটি মুক্তির পর থেকে ছবির নায়ক নায়িকা পরিচালক বিভিন্ন হল এ গিয়ে দর্শকদের সাথে বসে উপভোগ করেন ছবিটি।প্রথম ছবিটিতে দর্শকদের  ভালবাসায় সিক্ত ছবির নায়ক রুদ্র সহ অন্যান্য কলাকুশলীরা।  


উল্লেখ্য যে, এখন পর্যন্ত দেশের সবকটি সিনেমা হল সব শো ই হাউজফুল যাচ্ছে। 

No comments:

Post a Comment