Wednesday, May 13, 2015

নায়ক শাকিব এবার সিআইডি অপু সাংবাদিক

নায়ক শাকিব এবার  সিআইডি অপু সাংবাদিক


 বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় জুটি শাকিব-অপু একসাথে জুটি বেধে অভিনয় করেছেন ৬০ টিরও বেশি ছবিতে সম্প্রতি আলী আজাদের পরিচালনায় উৎপাত নামে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে

 এই ছবিতে প্রথমবারের মত শাকিবকে সিআইডি
কর্মকর্তার চরিত্রে দেখতে পাবে দর্শকরা, আর অপুকে সাংবাদিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশনধর্মী ছবিতে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, ড্যানি সিডাক মিশা সওদাগর

 ছবিটি প্রযোজনা করছেন কামাল আহমেদ ছবির সুর সংগীত পরিচালনা করবেন আলী আকরাম শুভ
ছবি  প্রসঙ্গে ছবির পরিচালক জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু করব রাজনৈতিক অ্যাকশনধর্মী এই  ছবিটি আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরা হবে এই ছবিতে দেশের বিভিন্ন লোকেশনেই ছবিটির শুটিং সম্পন্ন করব


উল্লেখ্য, শাকিব-অপু বর্তমানে লাভ মেরেজ ছবির কাজ করছেন এবং পরে 'উৎপাত' ছবির শুটিং শুরু করবে

No comments:

Post a Comment