Sunday, May 31, 2015

চলচ্চিত্রে নাম লেখালেন পরীমনির বোন ইমু ...!

চলচ্চিত্রে নাম লেখালেন পরীমনির বোন ইমু ...!




সন্ধানী কথাচিত্রের ব্যানারে শাহ আলম মণ্ডল নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন ছবি ‘জানে মন তুই জীবন’ ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে বর্তমান সময়ের হার্ট থ্রব নায়ক কিং খান খ্যাত শাকিব খান এবং চলচ্চিত্রে নতুন মুখ নায়িকা আলভীরা ইমু।

এর আগে পরিচালকের প্রথম ছবি ‘ভালবাসা সীমাহীন’ এ তিনি উপহার দিয়েছেন নতুন মুখ হিসেবে নায়িকা পরীমনি কে। নতুন ছবিতে পরী কে না নিয়ে নতুন নায়িকা নেয়া প্রসঙ্গে তিনি জানান,  ‘আমার ছবির নায়িকা হয়ে পরী চলচ্চিত্রে পা রাখায় সবাই বলে সে আমার সন্তানের মতো মানুষের একটি মেয়ে থাকতে হবে, এমন কোনো কথা নেই

পরীমনি আর ইমু
দুজনেই আমার মেয়ের মতো, সে হিসেবে নবাগতা নায়িকা ইমু পরীমনির বোন আমার বিশ্বাস, নায়িকা পরীমনির মতো নায়িকা ইমুও বাংলাদেশ চলচ্চিত্রে তার জায়গা করে নেবে আর গল্পের প্রয়োজনেই ইমুকে নিতে হয়েছে সব কিছু ঠিক থাকলে রোজার ঈদের পরপরই শুরু হবে ছবিটির শুটিং।‘

ছবিটির কাহিনী সম্পর্কে নায়িকা জানান, ছবিটিতে আমাকে দেখা যাবে ধনী পরিবারের চঞ্চল এক মেয়ের চরিত্রে আমি দেশের বাইরে থাকি নায়ক সে দেশেই ব্যবসার কাজে যায় ওখানে গিয়ে দেখা হয় আমার সঙ্গে তারপর সে আমাকে পছন্দ করে এভাবেই এগিয়ে যায় ছবিটির গল্প এটা আমার প্রথম চলচ্চিত্র তাই নিজের সবটুকু মেধা উজাড় করেই কাজটা শেষ করতে চাই


উল্লেখ্য যে, ছবিটিতে শাকিব, ইমু, আলমগীর, দিতি সহ আরও কিছু শিল্পী কে চুক্তিবদ্ধ করা হয়েছে। পরিচালক ১৫ ই জুন ভারত থেকে ফিরে এসে ছবিটির বিষয়ে সবাইকে বিশদ জানাবেন।

No comments:

Post a Comment