Thursday, May 12, 2016

আর মাত্র একদিন পর দেখা হবে রুদ্রের সাথে।



আর মাত্র একদিন পর দেখা হবে রুদ্রের সাথে।



ইফাত ইয়াসিনঃ অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল ১৩ ই মে সারাদেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে হালের ক্রেজ নায়ক সুমনের “রুদ্র”।

শুটিং শুরু হবার সময় ছবিটির নাম “রুদ্র-দ্যা গ্যাংস্টার” থাকলে ও সেন্সর বোর্ড এর আপত্তির কারনে ছবিটির নাম শুধু “রুদ্র” রাখা হয়েছে।

ছবিটি একজন রকস্টার এর গ্যাংস্টার হয়ে ওঠার কাহিনী নিয়ে গড়ে উঠেছে। যেই হাতে একদিন গিটার বেজেছে বন্দুকের মত, সেই হাতে কি করে বন্দুক চলে গিটারের মত সেটা ই দেখানো হবে “রুদ্র” ছবিতে।

সায়েম জাফর ইমামী পরিচালিত “রুদ্র” ছবিটিতে সুমনের বিপরীতে নায়িকা হিসেবে আসছে জনপ্রিয় মডেল পিয়া বিপাশা। এছাড়া ও অভিনয় করেছে আলেক জান্ডার বো, আহমেদ শরীফ, চিকন আলী,ডন সহ আরো অনেকে।

No comments:

Post a Comment