Wednesday, May 13, 2015

পরীমনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাপ্পী

পরীমনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাপ্পী

 আসছে বাংলাদেশের লাভারবয় নায়ক বাপ্পী ও  হালের বর্তমান হার্টথ্রব নায়িকা পরীমনি অভিনীত প্রথম ছবি ‘লাভার নাম্বার ওয়ান’

মাতৃছায়া চলচ্চিত্রের তৃতীয়  নিবেদন ফারুক ওমর পরিচালিত ত্রিভুজ প্রেমের এক অসাধারন প্রেমের ছবি ‘লাভার নাম্বার ওয়ান’ ।
ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধে বড় পর্দায় আসছে
নায়ক বাপ্পী চৌধুরী নায়িকা পরীমনি ও নবাগতা তানিয়া বৃষ্টি ।

ছবিটিতে বাপ্পী,পরী, তানিয়া ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সদাগর, আলীরাজ, রেহানা জলি, ডি জে সোহেল, আফজাল শারিফ সহ আরো অনেকে।

ছবির কাহিনী সম্পর্কে জানা যায়, বাপ্পীর
কাজিন তানিয়া, যে কিনা ছোটবেলা থেকে এ বাপ্পীকে প্রচণ্ড ভালবাসে। কিন্তু কখনো বলতে পারেনা। এদিকে একটা দুর্ঘটনার পর বাপ্পীর পরিচয় হয় পরীমনির সাথে এবং ভালবেসে ফেলে পরীকে। পরীর প্রেমে সে একা একা ই হাবুডুবু খেতে থাকে। এভাবে চলতে থাকে 'লাভার নাম্বার ওয়ান’ এর ভালবাসা



উল্লেখ্য যে, বাংলাদেশের বর্তমান নায়কদের মাঝে দর্শক পছন্দের তালিকায় এবং হল মালিকদের ভরসার   সবথেকে এগিয়ে আছেন বাপ্পী এবং নায়িকাদের মাঝে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন নায়িকা পরীমনি। উভয়ে বর্তমানে ব্যস্ত আছেন বেশ কিছু চলচ্চিত্র নিয়ে।

No comments:

Post a Comment