Friday, May 22, 2015

প্রায় এক বছর পর আসছে শাকিব খান অভিনিত ২য় ছবি।

প্রায় এক বছর পর আসছে  শাকিব খান অভিনিত ২য় ছবি।   


আগামি ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান, অপু বিশ্বাস, অহনা অভিনিত এবং
এফ.আই মানিক পরিচালিত 'দুই পৃথিবী' ছবিটি।
 

সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আবুলহায়াত, কাজীহায়াৎ, আলীরাজ, দিতি, ডলিজহুর, রাশেদাচৌধুরী, মিজুআহমেদ, সাদেকবাচ্চু, মিশাসওদাগর, শিবাশানু, ইলিয়াস
কোবরা প্রমুখ। 

ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া।

ছবিটি শাকিব খান অভিনিত এবছরের ২য় এবং অপু বিশ্বাস অভিনিত ১ম ছবি।

No comments:

Post a Comment