বাংলার সোহম ।।
বাংলা
চলচ্চিত্রের সম্ভাবনাময় নায়ক, ঢালিউডের উদীয়মান সূর্য নায়ক
তানভীর। ভারতের সুপারস্টার নায়ক সোহম এর সাথে যার চেহারার মিল
রয়েছে চোখে পরার মত।
শুধু
চেহারা ই নয়, সবার
সাথে খুব সহজে মিশে যাওয়া, শুটিং
ইউনিট কে আনন্দে মাতিয়ে রাখা বন্ধুসুলভ
আচরন, সর্বদা হাস্যজ্জল
সহ অনেক গুণাবলীর সাথে মিশে যায় দুই বাংলার দুই নায়ক।
অনেকেতো তানভীর কে বলে থাকেন
বাংলাদেশের সোহম।
বাংলাদেশের
সোহম, নায়ক তানভীর বর্তমানে ব্যস্ত রয়েছেন, রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’, সত্তরঞ্জন
সাহার ‘আরও আগে কেন দেখা হল
না’, শান্তি চৌধুরী পরিচালিত ‘মায়ানগর’ সহ প্রায়
অর্ধ ডজন চলচ্চিত্রে। ।
সুতরাং বলা
যায় শুধু চেহারা কিংবা ব্যবহারে ই না, মিডিয়া তে কাজ করায় ও সোহম এর
সমান সমান ব্যস্ত রয়েছেন তানভীর।
No comments:
Post a Comment