‘অচেনা হৃদয়’ এর অপেক্ষার অবসান ২২ শে মে
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২২মে মুক্তি
পাচ্ছে এনায়েত আকবর মিলন নিবেদিত, এস আই খান পরিচালিত এবং আসিফ আকবর প্রযোজিত বহুল
আলোচিত সিনেমা ‘অচেনা হৃদয়’
ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছে চিত্রনায়ক
ইমন , রুদ্র এবং লাক্স সুন্দরী চিত্রনায়িকা প্রসুন আজাদ। এ ছবিটিতে ই বড় পর্দায় অভিষেক ঘটতে
যাচ্ছে নায়ক রুদ্রর। ভিলেন হিসেবে
থাকছে টাইগার রবি।
উল্লেখ্য যে, চিত্র নায়ক ইমন বাংলালিংক এর
বিজ্ঞাপন দিয়ে মিডিয়ায় পদচারনা শুরু করলে ও বর্তমানে সময় পার করছেন শুধু মাত্র সিনেমা নিয়ে। তবে সম্প্রতি 'মানিব্যাগ' নামে একটি টেলিফিল্ম এর কাজ ও শেষ করেছেন।
এ ছাড়া লাক্স তারকা নায়িকা প্রসূন আজাদ
ব্যস্ত সময় পার করছেন নাটক, টেলিফিল্ম ও সিনেমা নিয়ে। কাজী হায়াত পরিচালিত ‘সর্বনাশা
ইয়াবা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে প্রসূনের।প্রথম সিনেমায় অভিনয়ের
মাধ্যমে দর্শক জনপ্রিয়তা লাভ করেন নায়িকা প্রসূন।
এ ছাড়াও অচেনা হৃদয় বড় পর্দায় রুদ্রের প্রথম ছবি হলেও তিনি ইতিমধ্যে শেষ করেছেন 'রুদ্র দ্যা গ্যাংস্টার' সিনেমাটি। চুক্তিবদ্ধ হয়েছেন তানিম আহমেদ
অংশু পরিচালিত ‘মায়া’
চলচ্চিত্রে।
No comments:
Post a Comment