এবার ই প্রথম বাংলাদেশের কোন পন্যের মডেল হলেন কলকাতার সুপারস্টার নায়িকা শুভশ্রী| ভারতের জনপ্রিয় পরিচালক সৌনক মিত্রের পরিচালনায় বাংলাদেশের মুসলিম হারবাল এর জনপ্রিয় মেহেদী 'রাঙ্গাপরী মেহেদী'র একটি বিজ্ঞাপনে শুভশ্রী জুটি বাধছে বাংলাদেশের জনপ্রিয় মডেল চিত্র নায়ক ইমনের বীপরিতে।
জানা
গেছে সম্পুরন ভারতে চিত্রায়িত সিনেমা
ধরনের এই বিজ্ঞাপন টি
আগামী ১৫ তারিখ থেকে
বাংলাদেশের সকল টিভি চ্যানেল
এ প্রচার করা হবে।
উল্লেখ্য
যে, এর আগে
সৌনক মিত্রের পরিচালনায় মুসলিম হারবাল এর
একটি বিজ্ঞাপনে মডেলিং করে বাংলাদেশের
সম্ভাবনাময়ী নায়িকা নিঝুম রুবিনা।
সুতরাং বলা যেতে ই
পারে বাংলাদেশের নিঝুম রুবিনার পর
কলকাতার এই সুপারস্টার।
No comments:
Post a Comment