Monday, March 27, 2017

মিস্টির দোকানে তারকার মেলা



মিস্টির দোকানে তারকার মেলা

  ইয়াসিন ইফাতঃ চিত্রনায়িকা মিস্টি জান্নাত সম্প্রতি গুলশানের কনকর্ড পুলিশ প্লাজায় উদ্বোধন করেন তার নিজস্ব ফ্যাশন হাউজ “জান্নাত এক্সপ্রেস”।

উদ্বোধনী দিনে পোস্টার উন্মোচন করা হয় তার পরবর্তী সিনেমা “তুই আমার” চলচ্চিত্রের ও। এদিন তার ফ্যাশন হাউজটি যেন তারকাদের মিলন মেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল চিত্র নায়ক রিয়াজ, শিপন মিত্র, শক্তিমান অভিনেতা মিশা শওদাগর, চিত্র নায়িকা অমৃতা, বিপাশা কবির, পরিচালক সজল আহমেদ সহ আরো অনেকে। এ ছাড়াও কয়েকদিন আগে তার শোরুম থেকে ঘুরে এসেছেন পরিচালক জাকির হোসেন রাজু, চিত্র নায়িকা তানহা তাসনিয়া, নায়ক আরেফিন শুভ ও আসিফ ইমরোজ সহ “ভাল থেকো” সিনেমার টিম।

এছাড়াও ও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মেন্ডি ডেন্টাল কলেজের প্রিন্সিপ্যাল সালাহউদ্দিন আল আজাদ (সোহাগ) সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ।  

আগামী ২১ শে এপ্রিল পহেলা বৈশাখকে মাথায় রেখে মুক্তি পেতে যাচ্ছে মিস্টির নতুন সিনেমা “তুই আমার” এ সিনেমায় তিনি চিত্রনায়ক সায়মন সাদিক এর বিপরীতে অভিনয় করেছেন। 

ফ্যাশন হাউজ সম্পর্কে নায়িকা জানান, রুচিশীল ও ফ্যাশনেবল পোশাকের সমাহার হবে “জান্নাত এক্সপ্রেস”। খুব তারাতারি আমরা ঢাকার বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে এর শাখা চালু করব। 

উল্লেখ্য যে, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত “লাভ ষ্টেশন” সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন মেডিকেল পড়ুয়া মেয়ে মিস্টি জান্নাত। এর পর একে একে অভিনয় করেন বেশ কিছু চলচ্চিত্রে। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা “চিনি বিবি”।  তুই আমার ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে “তুই আমার রানী আমি তোর রাজা”, “আমার প্রেম তুমি” তামিল মুভি “রংবাজ খিলাড়ী সহ বেশ কিছু সিনেমা।

Wednesday, March 22, 2017

পুরনো সাজে, পুরনো গানে নতুন তারা



পুরনো সাজে, পুরনো গানে নতুন তারা



ইয়াসিন ইফাতঃ গত ১৮ই মার্চ হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী ফ্যাশন শোর। দেশীয় ফ্যাশন হাউজ বিশ্বরঙ এবং আর টিভির যৌথ উদ্যগে। “ঐতিহ্যে বাংলা সিনেমা” শীর্ষক এই ফ্যাশন শোতে বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের বিভিন্ন গানের সাথে সাথে ফ্যাশন শোতে মঞ্চে ওঠেন এই সময়ের জনপ্রিয় তারকারা। তাদের পড়নে থাকে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।সাথে থাকে আধুনিক পোশাকের পাশাপাশি সিনেমায় ব্যবহৃত বিভিন্ন অলঙ্কার ও ব্যবহার করেন তারা। 

 ভিন্নধর্মী এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন জনপ্রিয় নায়ক ফেরদৌস ও আয়নাবাজি সিনেমা খ্যাত নায়িকা নাবিলা। এই মঞ্চে প্রথমবারের মত ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন এক সময়ের সাড়াজাগানো নায়িকা রোজিনা। 

গানের সাথে সাথে ফ্যাশন শোয়ের পাশাপাশি অনুষ্ঠানটিতে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান মৌ, কাজী নওশাবা, জান্নাতুল ফেরদৌস পিয়া, শানু, তমা মির্জা, নায়ক সাঞ্জু জন ও শিপন সহ আরো অনেকে।

অনুষ্ঠানটিতে গান পরিবেশন করে আবিদা সুলতানা। এ ছাড়াও ছিল বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্য চলচ্চিত্র অভিনেতা ফারুক, মনিরা ইউসুফ মেমী, শিরিন বকুল, অপি করিম, সুবর্ণা মোস্তফা, নুসরাত ইমরোজ তিশা, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে।

Tuesday, March 21, 2017

দর্শকদের চমকে দেবেন অঞ্জলি



দর্শকদের চমকে দেবেন অঞ্জলি


ইয়াসিন ইফাতঃ নায়িকাদের পুণ্যভূমি হিসেবে বিবেচিত খুলনায় জন্ম অভিনেত্রী অঞ্জলি সাথীর। বাবা খুলনা বি এল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান। তিনি নিজেও সরকারী চাকুরীরত ছিলেন খুলনাতেকিন্ত যার নেশা শোবিজকে ঘিরে তার কি আর ঘরে বসে থেকে ভাল লাগে। ২০১১ সালে নাম লেখান বিনোদন বিচিত্রা সেরা সুন্দরী প্রতিযোগীতায়। হাজারো প্রতিযোগীকে পিছনে ফেলে ছিনিয়ে নেন সেরা সুন্দরীর মুকুট। হাতে আসে বেশ কিছু নাটকের কাজ। শোবিজকে ঘিরেই যার ধ্যাজ্ঞ্যন তাকে কি সুধু নাটক নিয়ে পরে থাকলে চলে? নাম লেখান বড় পর্দায়।  
 হাবিবুর রহমান হাবিবের “রুপ গাওয়াল” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান সুনিপুন এই অভিনেত্রী। এর পর একে একে অভিনয় করেন আবুল কালাম আজাদের “অনেক সাধনার পরে”, সাফি উদ্দিন সাফির “ফাঁদ” সহ বেশ কিছু চলচ্চিত্রে। সর্ব শেষ মুক্তি পায় চিত্র নায়ক আশিক চৌধুরীর বিপরীতে "হৃদয় দোলানো প্রেম" সিনেমাটি।  মুক্তির অপেক্ষায় আছে মুকুল নেত্রবাদীর “ফিফটি ফিফটি লাভ”। এতে অঞ্জলি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা অরিন, চিত্র নায়ক শাহ রিয়াজ ও আশিক চৌধুরী।

শুধু সিনেমাই নয় নাটকে ও কাজ করছেন সমান তালে। মমর রুবেল এর পরিচালনায় টেলিফিল্ম “হৃদয় দর্পণে তুমি” ও সুনামধন্য পরিচালক মনির হোসেন জীবন এর রচনা ও পরিচালনায় বিশেষ নাটক “ শুধু একজন” নাটকের শুটিং এর জন্য সম্প্রতি মালেশিয়া থেকে ঘুরে এসেছেন অঞ্জলি। এটিএন বাংলায় অন এয়ারে আছে ধীর্ঘ ধারাবাহিক মোহন খানের “নীড় খোজে গাঙচিল", কায়সার আহমেদের “ রুপালী প্রান্তর” ও মজিবুল হক খোকনের “মন থেকে দূরে নয়” নাটক গুলোর। এছাড়াও শুটিং চলছে এস এম দুলালের “টাউট প্লাস” ও ফরিদুল হাসানের “কমেডি ৪২০” নাটকের।  

নাটক না সিনেমা কোন ক্ষেত্রে বেশী কাজ করতে চান এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, সবারই স্বপ্ন থাকে বড় পর্দাকে ঘিরে। আমি ও এর ব্যতিক্রম নই। নতুন চলচ্চিত্রের ব্যাপারে জানতে চাইলে জানান, বাংলাদেশের সবচেয়ে বড় প্রজোযনা প্রতিষ্ঠান সহ বেশ কিছু  প্রজোযনা প্রতিষ্ঠানের সাথে কথা চলছে। সব কিছু ঠিক থাকলে আর ব্যাটে বলে মিলে গেলে খুব তারাতারি কোন চমক দেখতে পাবে সবাই।

আর বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে অঞ্জলি জানান, মে মাস পর্যন্ত আমার কোন শিডিউল খালি নেই, এ সময়টাতে বিভিন্ন নাটক ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকব, শুটিং এর কারনে সামনে মাসে আবারো মালেশিয়া যেতে হবে ।

Sunday, March 19, 2017

স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি আছো তাই”



স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি আছো তাই” 



ইয়াসিন ইফাতঃ বাংলাদেশের দর্শকদের ইন্ডিয়ান সিরিয়াল থেকে ফিরিয়ে আনার জন্য এস এ টিভিতে আজ থেকে শুরু হচ্ছে চিত্রনায়ক আশিক চৌধুরী অভিনীত মেগা ধারাবাহিক নাটক “তুমি আছো তাই” 

মাসুদ হাসানের রচনা ও আহসানুল হাসান এর পরিচালনায়  নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অস্মিতা মুখার্জি, আশিক চৌধুরী, রিমু রোজা খন্দকার, মনির আহমেদ, আনোয়ার হোসেন, বীথি রানী সরকার, সাবেরী আলম, শর্মিলী আহমেদ, ইলোরা গওহর, মনিরা ইউসুফ মেমী, মাশিয়াত রহমান প্রমুখ। 

একজন নারীর জীবনের ঘাত-প্রতিঘাত কে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকের মূল কাহিনী। আর এই নারীকে ঘিরে চলে এসেছে বেশ কিছু চরিত্রে।
আজ ১৯শে মার্চ থেকে প্রতি রবি থেকে বৃহস্পতি সপ্তাহে  ৫দিন রাত ৮টায় প্রচার হবে নতুন এই ধারাবাহিকটি । 

বাংলাদেশের দর্শকদেরকে ভারতীয় চ্যানেল থেকে ফিরিয়ে আনতে এস এ টিভির এই উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন অনেকে। তারা মনে করেন স্টার জলসা ও জি বাংলাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশী দর্শকদেরকে বাংলাদেশী চ্যানেলে ফিরিয়ে আনার জন্য অনেক বড় ভুমিকা রাখবে “তুমি আছো তাই” নাটকটি।