প্রিয়াঙ্কাকে জন্মদিনের শুভেচ্ছা
ইয়াসিন ইফাতঃ আজ ১৪ই জানুয়ারী এই সময়ের জনপ্রিয় মডেল
প্রিয়াংকা জামান এর শুভ জন্মদিন। একাধারে মডেল, ফ্যাশন ডিজাইনার এবং কিউট এন্ড
ক্লাশি ফ্যাশন হাউজের কর্ণধার প্রিয়াঙ্কা জামান বর্তমানে মডেলিং, এবং তার নিজস্ব ফ্যাশন
হাউজে সময় দিচ্ছেন।
বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান “ছায়াছন্দ” উপস্থাপনার
মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন সম্ভাবনাময়ী এ মডেল। এ ছাড়াও আরএফএল এর বিজ্ঞাপন,
কৃষ্ণচূড়া ড্রেস হাউজের ফটোসেশন, মাধুরী জুয়েলার্স এর মডেল হিসেবেও কাজ করেন
প্রিয়াঙ্কা। সর্বশেষ কাজ করেছেন আড়ং এর বিলবোর্ড এর। এছাড়াও “আজিজ মার্কেট” নামে
একটি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা।
ঢাকার যাত্রাবাড়ীতে বেড়ে ওঠা এ লাস্যময়ী
সুন্দরী পড়াশোনা করছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে। ২০১০ সালে এই কলেজ
থেকেই এইচএসসি শেষ করেছেন তিনি এর আগে আট বছর বয়সে বুলবুল ললিতকলা একডেমী থেকে নাচ
শিখেছেন প্রিয়াঙ্কা জামান।
গত বছর থেকে নিজে পরিচালনা করে আসছে তার
নিজস্ব ফ্যাশন হাউজ “কিউট এন্ড ক্লাশি”।
আজ বনানীতে বেশ জমকালো ভাবে জন্মদিন উদযাপন
করবেন বলে জানান প্রিয়াঙ্কা।
জন্মদিনে তার কাছ থেকে জানা যায় তার প্রিয়
রঙ হচ্ছে সাদা। আর সবসময় ভাল কাজ করতে ভালবাসে এই তরুন মডেল।
বিভিন্ন সময় চলচ্চিত্রে অফার পেলেও
ব্যস্ততার কারনে কাজ করা হয়নি কোন চলচ্চিত্রে। তবে ভাল গল্প পেলে আর নিজেকে প্রমান
করার সুযোগ থাকলে চলচ্চিত্রে আগ্রহী প্রিয়াঙ্কা জামান।
আজ জন্ম দিনে বিনোদন প্রতিদিন এর পক্ষ থেকে
অনেক অনেক শুভ কামনা প্রিয়াঙ্কা জামান কে।
No comments:
Post a Comment