মিষ্টি-সোহম
এর ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’
পরিচালক সজল আহমেদ শুরু
করতে যাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’
ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করছেন
কলকাতার সুপারস্টার নায়ক সোহম এবং বাংলাদেশের মিষ্টি মেয়ে, মিষ্টি নায়িকা, মিষ্টি
জান্নাত। সব কিছু ঠিক থাকলে সোহম অভিনীত বাংলাদেশের প্রথম ছবি হতে যাচ্ছে ‘ভালবেসে
ছুঁয়ে দিলাম’
যৌথ প্রযোজনার এই ছবিটির বিভিন্ন লটের শুটিং
বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর এ চিত্রায়ন করা হবে।
উল্লেখ্য যে, ‘ভালবেসে ছুঁয়ে দিলাম’ নায়িকা মিষ্টি
জান্নাত অভিনীত ৩য় ছবি। তার প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পায় ২০১৪ সালে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ছবিটিতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন বাপ্পী চৌধুরী। প্রথম ছবিতে
অনবদ্য অভিনয়ের কারনে নমিনেশন পায় ‘মেরিল-প্রথমআলো পুরস্কার’ এ্যাওয়ার্ড এ। মিষ্টি
অভিনীত ২য় ছবি নজরুল ইসলাম বাবু পরিচালিত ‘চিনিবিবি’ যা ৩য় সপ্তাহে ও হাউসফুল যাচ্ছে।
এখানে তার বিপরীতে আছে নায়ক জয় চৌধুরী।
No comments:
Post a Comment