Wednesday, May 17, 2017

এবার বাপ্পীর বিপরীতে চিত্রনায়িকা অঞ্জলি সাথী




এবার বাপ্পীর বিপরীতে চিত্রনায়িকা অঞ্জলি সাথী





ইফাত ইয়াসিনঃ পরিচালক বেলাল সানি সম্প্রতি শুরু করেছে নতুন একটি সিনেমার কাজ। হরর ধাঁচের বিগ বাজেটের ছবিটিতে চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে জুটি বেধে অভিনয় করছে জাজ এর চিত্রনায়িকা ফাল্গুনী রহমান জলি ও চিত্রনায়িকা অঞ্জলি সাথী। 

গত ৬মে থেকে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে শুরু হয়েছে “ডেঞ্জার জোন” নামের এই ছবিটির। পরিচালকের নিজের লেখা এবং চিত্রনাট্যে সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমাটি এগিয়ে যাবে উচ্চবিত্ত পরিবারে জন্ম নেয়া ৬ বন্ধুর কাহিনী নিয়ে। এতে মরে গিয়ে বেঁচে উঠবে এইরকম কোন ভৌতিক ব্যাপার থাকছে না। এটা অনেকটা হলিউডের সিনেমা “ক্যামেরন” বা “এভাটার” ধাঁচের। যেখানে রোমান্স আছে, অ্যাডভেঞ্চার আছে, সাথে ভয়ের ও একটা ব্যাপার আছে। 

“ডেঞ্জার জোন” সিনেমা সম্পর্কে চিত্রনায়িকা অঞ্জলি সাথী জানান, আমার ক্যারিয়ারের সেরা ছবি হতে যাচ্ছে “ডেঞ্জার জোন”। আজ একটি গানের শুটিং করছি বাপ্পীর সাথে। সত্যি অনেক এনজয় করছি। পরিচালককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবার জন্য।  

উল্লেখ্য যে, হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় “রুপ গাওয়াল” সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখানো চিত্রনায়িকা অঞ্জলি সাথী বর্তমানে ব্যস্ত আছে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে। তার ভিতরে শাহ রিয়াজ ও আশিক এর বিপরীতে “ফিফটি ফিফটি লাভ” সিনেমা উল্লেখযোগ্য।

No comments:

Post a Comment