Tuesday, May 2, 2017

প্রান আরএফএল এর বিজ্ঞাপনে পরীমনি



প্রান আরএফএল এর বিজ্ঞাপনে পরীমনি


ইফাত ইয়াসিনঃ সময়ের ব্যস্ততম নায়িকা পরীমনি। সম্প্রতি এই বছরের সর্বোচ্চ হলে মুক্তি পেয়েছে তার নতুন ছবি “আপন মানুষ” । সিনেমার পাশাপাশি বেশ কিছু টিভিসি তে কাজ করেছেন জনপ্রিয় এই নায়িকা। 

সম্প্রতি কাজ করেছেন দেশের সুনাম ধন্য প্রান আরএফএল এর নতুন একটি বিজ্ঞাপনে। আরএফএল টপার গ্যাস স্টোভ এর এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সুনিপুন   বিজ্ঞাপন নির্মাতা মাসুদ যাকারিয়া সাবিন। বিজ্ঞাপনটির স্টাইল ও ডিজাইনারের দায়িত্ব পালন করেছেন সুনাম ধন্য ডিজাইনার রামিম রাজ।

বিজ্ঞাপনটি অল্প কিছু দিনের মধ্যে দেশের সকল স্যাটেলাইট চ্যানলে সম্প্রচারিত হবে।

উল্লেখ্য যে, চিত্রনায়িকা পরীমনি বর্তমানে বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সর্বশেষ চুক্তিবদ্ধ সিনেমা “বাহাদুরী” আর মুক্তির অপেক্ষায় আছে মালেক আফসারীর “অন্তর জ্বালা” গিয়াস উদ্দিন সেলিম এর “স্বপ্নজাল” জাহাঙ্গীর আলম সুমন এর “সোনা বন্ধু” সহ বেশ কিছু চলচ্চিত্র।

No comments:

Post a Comment