Saturday, April 30, 2016

আগামীকাল থেকে আবার শুরু পরীমনির টেরাম টেরাম যুদ্ধ।

আগামীকাল থেকে আবার শুরু পরীমনির টেরাম টেরাম যুদ্ধ।





শামীমুল ইসলাম শামীম এর পরিচালনায় আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে “আমার প্রেম আমার প্রিয়া” ছবির শুটিং।

পরিচালক শামীমুল ইসলাম শামীম জানান গাজীপুরের পুবাইলে আগামীকাল ১লা মে থেকে শুরু করে টানা ১০ দিন ধর ২টি গান ও কিছু সিকোয়েন্সের কাজ করব।

গানের সম্পর্কে পরিচালক জানান ২ টি গানে ই পারফর্ম করবেন ছবিটির নায়ক কায়েস আরজু এবং নায়িকা পরীমনি। সাথে থাকবে দিবা, বরিশালের বাদল,সীমান্ত, সুমন মাসুদ সহ আরো ২০ জন নাচের ছেলে মেয়ে।

"জোসনা পড়ে গলে গলে ঘুমায় বালুচর,
রাখবো তোমায় সারাজীবন, বিছায়া অন্তর... "

গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন আর ডি হিল্লোল, শফিক তুহিন এবং লাবন্যের কণ্ঠে গাওয়া গানটির নৃত্য পরিচালনায় থাকছে মাসুম বাবুল।

আর অন্য গানটির কথা লিখেছেন পরিচালক শামীমুল ইসলাম শামীম নিজেই।

"আরে ও রূপসী একটু বেশি তুই যে সুন্দরী
তুই একটাই চীজ বাংলাদেশে ডানা কাটা পরী
তুই আমার জান জান্টু আমার আমি যে তোর জানু 
এই মন জমিনে রাণী কইরা তোরে বসামু হানিমুনে 
নিমু তোরে অস্ট্রেলিয়া তুই আমার জান আমার প্রেম আমার প্রিয়া..."

সুন্দর কথার এই গানটিতে সুর ও সঙ্গীত করেছে আহমেদ হুমায়ুন, প্রতিক হাসানের কণ্ঠে নায়ক আরজু নৃত্য পরিচালক সাইফ খান কালুর নির্দেশনায় গানটিতে পর্দায় ঠোঁট মিলাবেন।  

ওয়ান স্টার মুভিজ (ইন্টাঃ) এর ব্যানারে এবং মোজাম্মেল হক এর প্রযোজনার ছবিটির বিভিন্ন চরিত্রে কায়েস আরজু ও পরীমনি ছাড়া ও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা ও কাবিলা প্রমুখ। 

উল্লেখ্য যে, নায়িকা পরীমনি বর্তমানে “রক্ত” সিনেমার মহরতের জন্য বর্তমানে কলকাতা রয়েছেন।
আগামীকাল সকালের ফ্লাইটে দেশে ফিরে তিনি ছবিটির শুটিং এ অংশগ্রহন করবেন।

No comments:

Post a Comment