আবারো জয়ের বুকে নীড়
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর
নতুন সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছে চিত্র নায়ক জয় চৌধুরী ও চিত্র নায়িকা
নীড়।
সম্প্রতি মালেক আফসারী পিরোজপুরে শেষ করেছেন তার
নতুন
চলচ্চিত্র “অন্তর জ্বালা” এর শুটিং। এই ছবিটিতে অভিনয় করেছেন জায়েদ খান, জয়
চৌধুরী এবং পরীমনি।
পিরোজপুরে শুটিং শেষ করে এসে এই নির্মাতা
ঘোষণা দিলেন তার নতুন চলচ্চিত্রের। “অন্তর জ্বালা” সিনেমায় দ্বৈত নায়ক (জায়েদ খান
এবং জয়) থাকলেও নির্মাতার পরবর্তী চলচ্চিত্র “হ্যালো” তে একক নায়ক হিসেবে থাকছে জয়
চৌধুরী।
ডিপজলের “এক জবান” চলচ্চিত্রের মাধ্যমে
অভিষেক হয় নায়ক জয় চৌধুরীর। এর পর একের পর ছবি মুক্তি পেয়ে এখন দর্শক হৃদয়ে স্থান
করে নিয়েছে জয় চৌধুরী।
উল্লেখ্য যে, “হ্যালো” ছবিটি জয়-নীড় জুটির ২য়
ছবি হিসেবে আসছে। এর আগে এই জুটি রুহুল আমিন এর “ভালবাসি কত বোঝাবো কেমনে” সিনেমায়
জুটি হিসেবে অভিনয় করেছেন। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। মুক্তি না পেলে ও
ছবিটির পোস্টার গুলো সামাজিক যোগাযোগ সাইটে সেরা পোস্টারের খেতাব অর্জন করে
ফেলেছে।
No comments:
Post a Comment