চিত্র নায়ক, মডেল এবং টিভি অভিনেতা আশিক চৌধুরী আজ থেকে উত্তরায় শুরু করেছে নতুন নাটকের কাজ নাম "ক্ষমা নেই"।
নাটক টিতে আশিকের বিপরীতে অভিনয় করেছেন লাক্স সুপার স্টার সামিয়া সাইদ ও নিলাঞ্জনা নিলা
আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ সহ শিল্পী সরকার।
শাহরুখ সাহিদ এর লেখা গল্পে নাটকটির পরিচালনা করছেন হিরু খান।
উল্লেখ্য যে নাটকটি খুব তারাতারি একটি বাংলা চ্যানেলে সম্প্রচার করা হবে।
No comments:
Post a Comment