Wednesday, April 29, 2015

উত্তরায় ‘ভালবাসা ডট কম’।




উত্তরায় ‘ভালবাসা ডট কম’।



 
অভি ও নিঝুম রুবিনা




গতকাল উত্তরার একটি প্রাইভেট ইউনিভার্সিটি তে শুরু হয়েছে ভালবাসা ডট কম এর প্রথম লট এর শুটিং । শুটিং এ অংশগ্রহন করেছেন চকলেট বয় নায়ক অভি নায়িকা নিঝুম রুবিনা সহ একটি নামকরা ড্যান্স একাডেমী।

শুটিং প্রসঙ্গে নায়িকা নিঝুম বিনোদন প্রতিদিন কে জানান,কলেজ পড়ুয়া তিন ছেলে মেয়ের প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ভালবাসা ডট কম এর কাহিনী। তবে প্রথম লট এর শুটিং এ আমরা ছবির গুরুত্বপূর্ণ একটি গান এর শুটিং শুরু করছি। 

সঙ্গীতশিল্পী রাজিব ও কনার গাওয়া বৈশাখী ধরনার একটি গান এ ঠোঁট মেলাবেন তারা। তাছাড়া গানটির ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকছে জনপ্রিয় ড্যান্স ডিরেক্টর হাবিব।

উল্লেখ্য যে সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ ‘শ্রুতি স্টুডিও’ তে একটি গান রেকর্ডিং এর মাধ্যমে নিহাল মুভিজ প্রযোজিত মোহাম্মদ আসলাম পরিচালিত ভালবাসা ডট কম ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।

ছবিতে অভি,নিঝুম ছাড়া ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, নবাগত রাহা তানহা, অমিত হাসান, ডন, রেহানা জলি, রেবেকা, সিরাজ হায়দার প্রমুখ।

No comments:

Post a Comment