কমার্শিয়াল ফিল্মে নিয়মিত হতে চান তিশা
কমার্শিয়াল ফিল্মে কাজ করা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা।
কমার্শিয়াল ফিল্ম সম্পর্কে তিশা জানান, ‘’কমার্শিয়াল
ফিল্মে আমার কখনো আপত্তি ছিলো না। বরং আমি আরও বাণিজ্যিক ছবিতে কাজ করতে চাই।‘’
তিশা বর্তমানে শামিম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল-ইট ক্যান বি ইওর লাভ
স্টোরি’ সিনেমাতে অভিনয় করছেন।বর্তমানে ছবিটির তার অংশের ডাবিং এর কাজ চলছে।
উল্লেখ্য যে, তিশা অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও বানিজ্যক
ছবিতে এটা ই তিশার প্রথম কাজ।
No comments:
Post a Comment