Monday, March 27, 2017

মিস্টির দোকানে তারকার মেলা



মিস্টির দোকানে তারকার মেলা

  ইয়াসিন ইফাতঃ চিত্রনায়িকা মিস্টি জান্নাত সম্প্রতি গুলশানের কনকর্ড পুলিশ প্লাজায় উদ্বোধন করেন তার নিজস্ব ফ্যাশন হাউজ “জান্নাত এক্সপ্রেস”।

উদ্বোধনী দিনে পোস্টার উন্মোচন করা হয় তার পরবর্তী সিনেমা “তুই আমার” চলচ্চিত্রের ও। এদিন তার ফ্যাশন হাউজটি যেন তারকাদের মিলন মেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল চিত্র নায়ক রিয়াজ, শিপন মিত্র, শক্তিমান অভিনেতা মিশা শওদাগর, চিত্র নায়িকা অমৃতা, বিপাশা কবির, পরিচালক সজল আহমেদ সহ আরো অনেকে। এ ছাড়াও কয়েকদিন আগে তার শোরুম থেকে ঘুরে এসেছেন পরিচালক জাকির হোসেন রাজু, চিত্র নায়িকা তানহা তাসনিয়া, নায়ক আরেফিন শুভ ও আসিফ ইমরোজ সহ “ভাল থেকো” সিনেমার টিম।

এছাড়াও ও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মেন্ডি ডেন্টাল কলেজের প্রিন্সিপ্যাল সালাহউদ্দিন আল আজাদ (সোহাগ) সহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগণ।  

আগামী ২১ শে এপ্রিল পহেলা বৈশাখকে মাথায় রেখে মুক্তি পেতে যাচ্ছে মিস্টির নতুন সিনেমা “তুই আমার” এ সিনেমায় তিনি চিত্রনায়ক সায়মন সাদিক এর বিপরীতে অভিনয় করেছেন। 

ফ্যাশন হাউজ সম্পর্কে নায়িকা জানান, রুচিশীল ও ফ্যাশনেবল পোশাকের সমাহার হবে “জান্নাত এক্সপ্রেস”। খুব তারাতারি আমরা ঢাকার বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে এর শাখা চালু করব। 

উল্লেখ্য যে, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত “লাভ ষ্টেশন” সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন মেডিকেল পড়ুয়া মেয়ে মিস্টি জান্নাত। এর পর একে একে অভিনয় করেন বেশ কিছু চলচ্চিত্রে। তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা “চিনি বিবি”।  তুই আমার ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে “তুই আমার রানী আমি তোর রাজা”, “আমার প্রেম তুমি” তামিল মুভি “রংবাজ খিলাড়ী সহ বেশ কিছু সিনেমা।

No comments:

Post a Comment