দর্শকদের চমকে দেবেন অঞ্জলি
ইয়াসিন ইফাতঃ নায়িকাদের পুণ্যভূমি হিসেবে বিবেচিত খুলনায়
জন্ম অভিনেত্রী অঞ্জলি সাথীর। বাবা খুলনা বি এল কলেজের অর্থনীতি বিভাগের সাবেক
বিভাগীয় প্রধান। তিনি নিজেও সরকারী চাকুরীরত ছিলেন খুলনাতে। কিন্ত যার নেশা শোবিজকে ঘিরে তার কি আর ঘরে বসে থেকে ভাল
লাগে। ২০১১ সালে নাম লেখান বিনোদন বিচিত্রা সেরা
সুন্দরী প্রতিযোগীতায়। হাজারো প্রতিযোগীকে পিছনে ফেলে ছিনিয়ে নেন সেরা সুন্দরীর
মুকুট। হাতে আসে বেশ কিছু নাটকের কাজ। শোবিজকে ঘিরেই যার ধ্যাজ্ঞ্যন তাকে কি
সুধু নাটক নিয়ে পরে থাকলে চলে? নাম লেখান বড় পর্দায়।
হাবিবুর রহমান হাবিবের
“রুপ গাওয়াল” সিনেমার
মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান সুনিপুন এই অভিনেত্রী। এর পর একে একে অভিনয়
করেন
আবুল কালাম আজাদের “অনেক সাধনার পরে”, সাফি উদ্দিন সাফির “ফাঁদ” সহ বেশ
কিছু
চলচ্চিত্রে। সর্ব শেষ মুক্তি পায় চিত্র নায়ক আশিক চৌধুরীর বিপরীতে "হৃদয়
দোলানো প্রেম" সিনেমাটি। মুক্তির অপেক্ষায় আছে মুকুল নেত্রবাদীর “ফিফটি
ফিফটি লাভ”। এতে
অঞ্জলি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়িকা অরিন, চিত্র নায়ক শাহ রিয়াজ ও আশিক
চৌধুরী।
শুধু সিনেমাই নয় নাটকে ও কাজ করছেন সমান
তালে। মমর রুবেল এর পরিচালনায় টেলিফিল্ম “হৃদয় দর্পণে তুমি” ও সুনামধন্য পরিচালক মনির হোসেন জীবন এর রচনা ও পরিচালনায়
বিশেষ নাটক “ শুধু একজন” নাটকের শুটিং এর জন্য সম্প্রতি মালেশিয়া থেকে ঘুরে এসেছেন
অঞ্জলি। এটিএন বাংলায় অন এয়ারে আছে ধীর্ঘ ধারাবাহিক মোহন খানের “নীড় খোজে
গাঙচিল", কায়সার আহমেদের “ রুপালী প্রান্তর” ও মজিবুল হক খোকনের “মন থেকে
দূরে নয়” নাটক গুলোর। এছাড়াও শুটিং চলছে এস এম দুলালের “টাউট প্লাস” ও ফরিদুল
হাসানের “কমেডি ৪২০” নাটকের।
নাটক না সিনেমা কোন ক্ষেত্রে বেশী কাজ করতে
চান এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, সবারই স্বপ্ন থাকে বড় পর্দাকে ঘিরে।
আমি ও এর ব্যতিক্রম নই। নতুন চলচ্চিত্রের ব্যাপারে জানতে চাইলে জানান, বাংলাদেশের
সবচেয়ে বড় প্রজোযনা প্রতিষ্ঠান সহ বেশ কিছু প্রজোযনা প্রতিষ্ঠানের সাথে কথা চলছে। সব কিছু
ঠিক থাকলে আর ব্যাটে বলে মিলে গেলে খুব তারাতারি কোন চমক দেখতে পাবে সবাই।
No comments:
Post a Comment