Sunday, May 31, 2015

তিন লাক্স সুন্দরীর সাথে দীপিকা

তিন লাক্স সুন্দরীর সাথে দীপিকা



জনপ্রিয় বলিউড তারকা দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো ঢাকা মাতিয়ে গেলেন
গতকাল শনিবার রাতে বসুন্ধরা কনভেশন সেন্টারে হাজির হন এ লাস্যময়ী এ সুন্দরী। এসময় তিনি বেশ কয়েকটি গানের সঙ্গে পারফর্ম করেন।

এর আগে লাক্সের প্রচারণার অংশ হিসেবে তিনি শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন ।
পুরো আয়োজনটি দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমে ছিল দীপিকাকে নিয়ে লাক্সের প্রডাক্ট ক্যাম্পেইনের অনুষ্ঠান। এরপর এক্সক্লুসিভ আয়োজন।


দীপিকা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন তিন শীর্ষ লাক্স সুন্দরী মডেল-অভিনেত্রী শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবীন চৌধুরী।

No comments:

Post a Comment