Wednesday, May 13, 2015

সায়েম এর জন্য নায়লা নাঈম

সায়েম এর জন্য নায়লা নাঈম 

    সায়েম সাদাত এর অকাল প্রয়ান এর পর থেকে বিভিন্ন মডেল, অভিনেতা, অভিনেত্রী বিভিন্ন ভাবে তাদের মানসিক অবস্থা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছে তার পরিবারের প্রতি।   তার ই ধারাবাহিকতায় এবার দেশের বর্তমান সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় মডেল নায়লা
নাইম  তার ফেসবুক প্রোফাইল সদ্য প্রয়াত সায়েম সাদাত এর জন্য শুভ কামনা জানিয়েছেন।

বিনোদন প্রতিদিন এর পাঠক দের জন্য নায়লার ফেসবুক স্ট্যাটাস টি হুবহু তুলে ধরা হল।




হ্যালো নায়লাদাঁতে সমস্যা আছে কিছু, তুমি কবে চেম্বারে থাকবাএকটু দেখাতে হবে

তুমি যেদিন আসতে চাও, আমাকে দুই দিন আগে জানাই দিওতাহলেই হবে

হ্যালো নায়লাতুমি এই ছেলেটাকে চিন? কতখানি খারাপআমার সামনে বসে ভাব মারতেছেহ্যান ত্যান

আমি নিলিপ্ত কন্ঠে বললাম বাদ দাও তো

হ্যালো নায়লা

কে??

আমি সায়েমঅন্য নাম্বার আর কি

এভাবেই হুট হাট আমাকে মাঝ মধ্যেই কল করত সায়েম, যার সাথে আমার পরিচয় আমার জীবনের প্রথম গ্রামীনফোনের বিজ্ঞাপনের সময় গাজীপুরে একটা শ্যুটিং স্পটে। অনেক হাস্যোজ্বল, চটপটে একটা ছেলে। আমেরিকা থেকে এসে শুনলাম সে আর আমাদের মাঝে নেইপ্রথমে মনে হল ভুল শুনলাম। কিন্তু না। এটাই সত্যি সে আর আমাদের মাঝে নেই। স্বান্তনা দেবার ভাষা নেই তার পরিবারের সদস্যদের। তার অকালে চলে যাওয়ায় তার সদ্য বিবাহিতা স্ত্রীর মানসিক অবস্থা কি হতে পারে সেটা আমার ধারনারও বাইরে। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন। আমীন

No comments:

Post a Comment