Saturday, May 9, 2015

তায়েব-পরীর ‘সোনাবন্ধু তে’ সালমা।।



তায়েব-পরীর ‘সোনাবন্ধু তে’  সালমা।।

 
গানের রেকর্ডিং এর ফাঁকে তায়েব ও সালমা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত গায়িকা সালমা  দীর্ঘদিন পর প্লে-ব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব ও বর্তমান সময়ের হার্ট থ্রব নায়িকা পরীমনি অভিনীত ‘সোনাবন্ধু’ সিনেমায়।

গতকাল ঢাকার একটি রেকর্ডিং স্টুডিও তে গান টির রেকর্ডিং সম্পন্ন হয়। এ সময় সালমার সঙ্গে উপস্থিত ছিলেন সোনা বন্ধু সিনেমার নায়ক জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব।
 
উল্লেখ্য যে, গুণী নির্মাতা ও অভিনেতা ডি এ তায়েব সম্প্রতি চুক্তি বদ্ধ হয়েছেন মাহবুবা শাহরীন এর কাহিনী, মমর রুবেল এর চিত্রনাট্য এবং জাহাঙ্গীর আলম সুমন এর পরিচালনায় সম্পূর্ণ গ্রাম বাংলার গানের ছবি প্রানের ছবি ‘সোনাবন্ধু’ তে।
সালমা ছাড়া ও ছবিটির অসাধারন গান গুলোতে ঠোঁট মেলাবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, বারী সিদ্দিকী সহ আরও কয়েকজন গুণী শিল্পী।

No comments:

Post a Comment