পুরনো সাজে, পুরনো গানে নতুন তারা
ইয়াসিন ইফাতঃ গত ১৮ই মার্চ হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী
ফ্যাশন শোর। দেশীয় ফ্যাশন হাউজ বিশ্বরঙ এবং আর টিভির যৌথ উদ্যগে। “ঐতিহ্যে বাংলা
সিনেমা” শীর্ষক এই ফ্যাশন শোতে বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের বিভিন্ন গানের সাথে
সাথে ফ্যাশন শোতে মঞ্চে ওঠেন এই সময়ের জনপ্রিয় তারকারা। তাদের পড়নে থাকে বাংলা
চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।সাথে থাকে আধুনিক পোশাকের
পাশাপাশি সিনেমায় ব্যবহৃত বিভিন্ন অলঙ্কার ও ব্যবহার করেন তারা।
ভিন্নধর্মী এই অনুষ্ঠানের উপস্থাপনা করেন
জনপ্রিয় নায়ক ফেরদৌস ও আয়নাবাজি সিনেমা খ্যাত নায়িকা নাবিলা। এই মঞ্চে প্রথমবারের
মত ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন এক সময়ের সাড়াজাগানো নায়িকা রোজিনা।
গানের সাথে সাথে ফ্যাশন শোয়ের পাশাপাশি
অনুষ্ঠানটিতে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান মৌ, কাজী নওশাবা,
জান্নাতুল ফেরদৌস পিয়া, শানু, তমা মির্জা, নায়ক সাঞ্জু জন ও শিপন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটিতে গান পরিবেশন করে আবিদা সুলতানা।
এ ছাড়াও ছিল বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্য চলচ্চিত্র
অভিনেতা ফারুক, মনিরা ইউসুফ মেমী, শিরিন বকুল, অপি করিম, সুবর্ণা মোস্তফা, নুসরাত
ইমরোজ তিশা, রাইসুল ইসলাম আসাদ সহ আরো অনেকে।
No comments:
Post a Comment