স্টার জলসা ও জি বাংলা দেখা বন্ধ করবে “তুমি
আছো তাই”
ইয়াসিন ইফাতঃ বাংলাদেশের দর্শকদের ইন্ডিয়ান সিরিয়াল থেকে
ফিরিয়ে আনার জন্য এস এ টিভিতে আজ থেকে শুরু হচ্ছে চিত্রনায়ক আশিক চৌধুরী অভিনীত
মেগা ধারাবাহিক নাটক “তুমি আছো তাই”
মাসুদ হাসানের রচনা ও আহসানুল হাসান এর
পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়
করেছেন অস্মিতা মুখার্জি, আশিক চৌধুরী, রিমু রোজা খন্দকার, মনির আহমেদ, আনোয়ার
হোসেন, বীথি রানী সরকার, সাবেরী আলম, শর্মিলী আহমেদ, ইলোরা গওহর, মনিরা
ইউসুফ মেমী, মাশিয়াত
রহমান প্রমুখ।
একজন নারীর জীবনের ঘাত-প্রতিঘাত কে কেন্দ্র
করে গড়ে উঠেছে নাটকের মূল কাহিনী। আর এই নারীকে ঘিরে চলে এসেছে বেশ কিছু চরিত্রে।
আজ ১৯শে মার্চ থেকে প্রতি রবি থেকে বৃহস্পতি
সপ্তাহে ৫দিন রাত ৮টায় প্রচার হবে নতুন এই
ধারাবাহিকটি ।
বাংলাদেশের দর্শকদেরকে ভারতীয় চ্যানেল থেকে
ফিরিয়ে আনতে এস এ টিভির এই উদ্যোগকে সাধুবাধ জানিয়েছেন অনেকে। তারা মনে করেন স্টার
জলসা ও জি বাংলাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশী দর্শকদেরকে বাংলাদেশী চ্যানেলে ফিরিয়ে
আনার জন্য অনেক বড় ভুমিকা রাখবে “তুমি আছো তাই” নাটকটি।
No comments:
Post a Comment