Thursday, May 12, 2016

চমক নিয়ে ফিরে আসছে রোমিও



চমক নিয়ে ফিরে আসছে রোমিও



ইফাত ইয়াসিনঃ ২০১৪ সালে মুক্তি পায় জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত “দুটি মনের পাগলামী” ছবি। ছবিটি তে জুটি বেঁধে অভিনয় করেন রোমিও রাসেল ও নূপুরমনি এবং আশিক চৌধুরী। 

২০১১ সালে গ্রাম থেকে ঢাকায় আসা একটি সাধারন ছেলে শুধু মাত্র নিজের সৌন্দর্য এবং নিজ গুনে অভিনয় করেন অভিজ্ঞ পরিচালক এর সাথে। 

সারাদেশ ব্যাপী এক সাথে মুক্তি পায় “দুটি মনের পাগলামী”। ছবিতে অনবদ্য অভিনয়ের কারনে দেশ ব্যাপী মানুষ এর পরিচিত মুখ হয়ে ওঠে রোমিও রাসেল। তার পর একের পর এক আসতে থাকে ছবির প্রস্তাব। কিন্তু রাসেল জানায় তখন আমি ছবির জন্য সম্পূর্ণ তৈরী ছিলাম না তবু ও পরিচালক এর অনুরোধে ছবিটি করি। দর্শক দের অসীম ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি তাই একটু সময় নিয়ে নিজেকে প্রস্তত করছি। আমি এমন ভাবে আবার পর্দায় আস্তে চাই যেন দর্শকরা আমাকে এবং আমার অভিনয় কে মনে রাখে। তাদের ভালবাসায় সিক্ত হতে চাই আমি। 

রোমিও রাসেল বর্তমানে নিয়মিত ব্যায়াম করছে, নাচের প্রশিক্ষন নিয়েছে প্রাখ্যাত নৃত্য শিল্পী আজিজ রেজা এবং মুসলিম বিল্লাহ এর মত গুনী শিল্পীদের কাছ থেকে। ফাইটিং ও দক্ষ এই অভিনেতা বর্তমানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মডেল এজেন্সির মডেল হয়ে কাজ করছে। 

তবে ভাল গল্প এবং বাজেটের ছবি হলে এখনি ছবি করতে প্রস্তত রোমিও রাসেল। পরবর্তী ছবি সম্পরকে জানতে চাইলে তিনি জানান একটু সময় নিয়ে নিজেকে প্রস্তত করলাম মাত্র। খুব তারাতারি দর্শকদের জন্য সুখবর জানাবো।

উল্লেখ্য যে, রোমিও রাসেল এর মাঝে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ও ছবির মান খারাপ থাকায় দর্শকদের কথা ভেবে নিজেই সরে আসেন ছবিগুলো থেকে। 

রাজশাহীতে জন্ম গ্রহন করা বাবা মায়ের একমাত্র সন্তান রোমিও রাসেল বর্তমানে ঢাকা তে একটি প্রাইভেট ভার্সিটি তে পড়াশোনা করছে। খুব তারাতারি তাকে আবার পর্দায় দেখতে পাবে দর্শক।

No comments:

Post a Comment