Tuesday, May 31, 2016

উঠিয়ে নিয়ে যাবে মিষ্টি জান্নাতকে

উঠিয়ে নিয়ে যাবে মিষ্টি জান্নাতকে


সময়ের অন্যতম আলোচিত চিত্রনায়িকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে চাঁদা দাবিসহ অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে।


গত বেশ কিছুদিন যাবৎ অপরিচিত মোবাইল নাম্বার থেকে তাকে এই হুমকি প্রদান করা হচ্চ্ছে। তবে বিষয়টি নিয়ে এরইমধ্যে র‌্যাব ও গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন তিনি।
 এ বিষয়ে মিষ্টি বললেন,'' গত কয়েকদিন ধরে আমাকে কে বা কারা ফলো করছে। তাছাড়া অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে আমি কোথায় যাচ্ছি, কি করছি সব বলে দিচ্ছে। চাঁদা দাবি করছে, উঠিয়ে নিয়ে যাবে, মেরে ফেলবে এমন কথা বলছে। আমার গাড়ির নাম্বার পর্যন্ত জানে। কি পোশাক পরেছি তাও বলে দিচ্ছে। যাই হোক বিষয়টি নিয়ে আমি থানায় জিডি করবো। দেখা যাক কি হয়।'' 

উল্লেখ্য, এই মুহুর্তে তিনি ব্যস্ত আছেন সজল আহমেদ পরিচালিত ''তুই আমার রানী'' ও ''তুই আমার'' চলচ্চিত্র দু'টি নিয়ে। এছাড়া,আগামী মাসের ২৫ তারিখ থেকেই কলকাতার নায়ক সোহমের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।

No comments:

Post a Comment