Tuesday, May 17, 2016

ঢালিউডে আসছে চকলেট বয়


ঢালিউডে আসছে চকলেট বয়


"দুটি মনের পাগলামী" ছবি মুক্তির পর থেকে নিজেকে ভালভাবে প্রস্তত করতে ব্যাস্ত চিত্রনায়ক রোমিও রাসেল।

ভাল মানের ছবি ছাড়া কাজ না করলেও বিভিন্ন ফ্যাশন হাউজের হয়ে কাজ করছে উঠতি এই নায়ক।

সম্প্রতি কুশাল পাঞ্জাবি এন্ড ফ্ল্যাশ এর মডেল হয়ে ফটোশুট শেষ করেছে রোমিও।
ঈদকে সামনে রেখে খুব তারাতারি বিলবোর্ড এ উঠবে নতুন এই ছবি গুলো।
রোমিও ভক্তদের জন্য খুব দ্রুত আসছে ভাল কোন সংবাদ।

পরিচালকরা ভালভাবে ব্যাবহার করতে পারলে ঢালিউড পাবে বলিউডের চকলেট বয় খ্যাত নায়ক রনবীর কাপুর এর মত একজন চকলেট বয় নায়ক রোমিও রাসেল।

No comments:

Post a Comment