Sunday, October 11, 2015

পোস্টমাস্টারের সাথে ঈশ্বরদীতে নিঝুম রুবিনা।


পোস্টমাস্টারের সাথে ঈশ্বরদীতে নিঝুম রুবিনা।



“পোস্টমাস্টার ৭১” নামে নতুন একটি ছবিতে চিত্রনায়ক ফেরদৌসের সাথে অভিনয় করছেন চিত্র নায়িকা নিঝুম রুবিনা। ছবিটির শুটিং এর কারনে বর্তমানে তারা ঈশ্বরদী তে অবস্থান করছেন।

চিত্রনায়ক ফেরদৌস এর নুজহাত ফিল্মস এর ব্যানারে নির্মিত হচ্ছে ২য় ছবি “পোস্টমাস্টার ৭১”। ছবিটিতে চিত্রনায়ক ফেরদৌস এর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমি এবং বর্তমানের সবচেয়ে আলোচিত নায়িকা নিঝুম রুবিনা এবং চিত্রনায়ক অভি। 

ঈশ্বরদীতে শুরু হয়েছে “পোস্টমাস্টার ৭১” ছবিটির শুটিং। টানা ১৫ দিন শুটিং করার পর সামান্য বিরতি দিয়ে  ময়মনসিংহে শুরু হবে ২য় লটের শুটিং। গতকাল শুটিং এর জন্য ঈশ্বরদী পৌঁছেছেন চিত্রনায়ক ফেরদৌস, নায়িকা নিঝুম রুবিনা নায়ক অভি সহ একটি নাট্যগোষ্ঠী দলের ছেলে মেয়েরা।
ছবিটির গল্প সম্পর্কে নায়িকা নিঝুম রুবিনা জানান, “ছবিটি মুক্তিযুদ্ধের হলে ও এখানে সরাসরি কোন যুদ্ধ দেখানো হবেনা। মুক্তিযুদ্ধ চলাকালীন একজন পোস্টমাস্টার এর প্রেম কাহীনি দেখানো হবে এই ছবিটিতে।তবে ছবিতে মুক্তি যুদ্ধের নানা ঘটনা ফুটে উঠবে।“

জানা যায় নবাগত পরিচালক আবির খান ও রাশেদ শামীম এর পরিচালিত ছবিটি আগামী বছর ২৬ শে মার্চ দেশব্যাপী মুক্তি দেবে প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস।

উল্লেখ্য যে, নায়িকা নিঝুম রুবিনা ও  নায়ক ফেরদৌস অভিনিত ২য় ছবি “পোস্টমাস্টার ৭১” এর আগে নিঝুম ও ফেরদৌস “মেঘ কন্যা” নামে নতুন একটি ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন যেটা পরিচালনা করছেন পরিচালক মিনহাজ অভি।


জাকির হোসেন রাজু পরিচালিত “এর বেশি ভালবাসা যায় না” ছবিটির মাধ্যমে বড় পর্দায় আসে চিত্র নায়িকা নিঝুম রুবিনা। ছবিতে অনবদ্য অভিনয় ও আকর্ষণীয় চেহারার কারনে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সদা হাসিমুখের এ নায়িকা কে।

No comments:

Post a Comment