সাকিব খানের সাথেই বিয়ে হবে নায়িকা পরীমনির
গত ২৯ সেপ্টেম্বর বিএফডিসির মুক্তিযোদ্ধা
জসীম ফ্লোরে শুরু হয়েছে শফিক হাসানের ‘ধূমকেতু’ চলচ্চিত্রের। এর মধ্য দিয়েই শেষ
হবে ছবিটির দৃশ্য ধারনের কাজ। বাকি থাকবে শুধু মাত্র ৩টি গানের শুটিং।
শুটিং স্পট থেকে জানা যায়, বিয়ের জন্য
প্রস্তুত নায়িকা পরীমনি। বিয়ে হচ্ছে অমিত হাসানের সাথে। পথের কাঁটা সাকিব খান কে
খুন করেই পরীমনি কে বিয়ে করছে অমিত হাসান।
কিন্তু এ নিয়ে পরীমনির কোন দুশ্চিন্তা নেই,
কেননা তার বিশ্বাস সাকিবের সাথে ই বিয়ে হবে তার।
উল্লেখ্য যে, গত বছরের নভেম্বর মাসে শুরু
হয়েছিল সাকিব-পরী জুটির প্রথম ছবি এই ‘ধূমকেতু’। কিন্তু মাঝে একটু সমস্যার কারনে
শুটিং বন্ধ থাকায় সাকিব-পরীর দ্বিতীয় ছবি ‘আরো ভালবাসবো তোমায়’ মুক্তি পায় সাকিব-পরী জুটির প্রথম ছবি হিসেবে।
ধূমকেতু ছবিটি তে সাকিব-পরী জুটির সাথে আরো
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানহা, অমিত হাসান, আলীরাজ,দিতি, রেবেকা,ডন,
শিবা সহ আরো অনেকে। ছবিটির আইটেম সং এ পারফরমেন্স করেছেন আলোচিত নায়িকা নাজনীন
আক্তার হ্যাপী।
No comments:
Post a Comment