Wednesday, October 7, 2015

অনন্য মামুনের ওপেন চ্যালেঞ্জ

অনন্য মামুনের ওপেন চ্যালেঞ্জ


বক্তব্য দেয়ার সময় অনন্য মামুন
 গত ৬ই অক্টোবর মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেলো সিনেমাপ্রেমী দের নিয়ে এক ভিন্ন আয়োজন। মূলত  পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমা ‘’ভালোবাসার গল্প’’ এর  প্রচারনার জন্য অনন্য মামুন টিম এবং বিলিয়ন বিপ্লবের এর সহযোগীতায় ভিন্ন ধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসেন দেশের বিভিন্ন জেলা থেকে যারা বাংলা সিনেমাকে ভালবেসে বাংলা সিনেমা নিয়ে বিভিন্ন পেজ বা গ্রুপ চালায় সেগুলোর এডমিনরা। পরিচালকের মূল উদ্দেশ্য ছিল সিনেমাপ্রেমী এ সকল মানুষদের ক্যামেরার পিছনের মানুষদের সাথে পরিচয় করিয়ে দেয়া।

এ সকল ক্যমেরার পিছনের মানুষের ভিতরে উপস্থিত  ছিল পরিচালক অনন্য মামুন যে কিনা ভাল সঞ্চালক হিসেবে নিজের নতুন পরিচয় দেখিয়েছেন। আরো উপস্থিত পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী শফিক তুহিন ও প্রতিক হাসান, গীতিকার আহমেদ রিজভী, জাহিদ আকবর সহ আরো অনেক ক্যামেরার পিছনের মানুষ।
সিনেমাপ্রেমী মানুষদের সাথে পরিচালক অনন্য মামুন

অনুষ্ঠানের শুরুতেই কথা বলেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন বর্তমানে বাংলা ছবিতে বিভিন্ন ছবির নকল পাওয়া যায়। তবে ''ভালোবাসার গল্প'' এমন একটি ছবি যা কিনা সম্পূর্ণ মৌলিক। তিনি সবার মাঝে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, তিনি বলেন যদি কেউ প্রমান করতে পারে যে ছবিটি নকল তাহলে সেদিন থেকেই ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়া হবে।

এদিন সিনেমা প্রেমীদের উদ্দেশ্য করে আরো বক্তব্য রাখেন পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, শিল্পী শফিক তুহিন ও প্রতিক হাসান, গীতিকার আহমেদ রিজভী, জাহিদ আকবর সহ সকলেই।
উল্লেখ্য যে, ‘’ভালোবাসার গল্প’’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৩শে অক্টোবর। এর আগে ২১ শে অক্টোবর সিনেমা প্রেমী এ সকল মানুষদের নিয়ে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, সেদিন সিনেমাপ্রেমী এ সকল মানুষ দের সাথে ক্যামেরার পিছনের মানুষদের সাথে উপস্থিত থাকবেন পর্দার সামনের নক্ষত্ররাও।

ভালোবাসার গল্প ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়ক আনিসুর রহমান মিলন,কায়েস আরজু ও নবাগতা মুনিয়া আফরিন। 

No comments:

Post a Comment