Thursday, October 1, 2015

নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি

নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি 



এবার নুসরাত ফারিয়াকে হটালেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। তবে কোনো সিনেমা বা কাহিনীর চরিত্র থেকে নয়, একেবারে হল থেকে। খারাপ ব্যবসার কারণে আনন্দ সিনেমা হল থেকে ছবিটিকে সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে চলছে পরীমণি ও বাপ্পী অভিনীত 'লাভার নাম্বার ওয়ান' ছবি। জানা গেছে, ঈদের দিন থেকে ভোলার দৌলত খাঁর আনন্দসিনেমা হলে চলছিল আশিকী। ছবিটির ব্যবসাতে হল মালিক মোটেও খুশি হতে পারছিলেন না। সপ্তাহ শেষ হওয়ার আগেই তাই আজ বুধবার সিনেমা হল থেকে আশিকীছবিটি নামিয়ে ফেলা হয়। আশিকীর পরিবর্তে হলটিতে আজ থেকে বাপ্পি-পরীমণি অভিনীত লাভার নাম্বার ওয়ানপ্রদর্শিত হচ্ছে।

গত ঈদে অগ্নি টুর ব্যবসায়িক সাফল্যে, প্রদর্শকদের মুখে হাসি উপহার দেয়ায় জাজ যেন হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। কিন্তু এবারের ঈদে প্রযোজনা প্রতিষ্ঠানটি চরম ধাক্কার সম্মুখীন হলো আশিকীপ্রত্যাশিত ব্যবসা না করায়। আশিকী ছবিটি গত ২৫ সেপ্টেম্বর দেশের ১০৫টি সিনেমা হলে একযোগে মুক্তি পায়। অগ্নি টুর তুলনায় ছবিটি মোটেও ভালো ব্যবসা করছে না। প্রতিযোগী ছবি রাজাবাবুর কাছে আশিকীদাঁড়াতেই পারছে না। ছবিটি কোনো কোনো সিনেমা হলে এতোটাই খারাপ ব্যবসা করছিল যে, ছবিটি নামিয়ে দেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জনকে সত্যি প্রমাণ করে আশিকীকে নামিয়েই দিলো একটি সিনেমা হল।

1 comment:

  1. Very Good...

    https://www.facebook.com/tourlinkbd/posts/1625255924405760

    ReplyDelete