নুসরাত ফারিয়াকে হল থেকে বের করে দিলেন পরিমনি
এবার নুসরাত ফারিয়াকে হটালেন হালের আলোচিত
অভিনেত্রী পরীমণি। তবে কোনো সিনেমা বা কাহিনীর চরিত্র থেকে নয়, একেবারে হল থেকে। খারাপ
ব্যবসার কারণে আনন্দ সিনেমা হল থেকে ছবিটিকে সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে চলছে
পরীমণি ও বাপ্পী অভিনীত 'লাভার
নাম্বার ওয়ান' ছবি। জানা
গেছে, ঈদের দিন
থেকে ভোলার দৌলত খাঁর ‘আনন্দ’ সিনেমা হলে চলছিল ‘আশিকী’। ছবিটির ব্যবসাতে হল মালিক মোটেও খুশি হতে পারছিলেন না। সপ্তাহ শেষ
হওয়ার আগেই তাই আজ বুধবার সিনেমা হল থেকে ‘আশিকী’ ছবিটি
নামিয়ে ফেলা হয়। ‘আশিকী’র পরিবর্তে হলটিতে আজ
থেকে বাপ্পি-পরীমণি অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’ প্রদর্শিত হচ্ছে।
গত ঈদে ‘অগ্নি টু’র
ব্যবসায়িক সাফল্যে, প্রদর্শকদের
মুখে হাসি উপহার দেয়ায় জাজ যেন হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। কিন্তু এবারের ঈদে
প্রযোজনা প্রতিষ্ঠানটি চরম ধাক্কার সম্মুখীন হলো ‘আশিকী’ প্রত্যাশিত ব্যবসা না করায়। আশিকী ছবিটি গত ২৫ সেপ্টেম্বর দেশের
১০৫টি সিনেমা হলে একযোগে মুক্তি পায়। ‘অগ্নি টু’র তুলনায়
ছবিটি মোটেও ভালো ব্যবসা করছে না। প্রতিযোগী ছবি ‘রাজাবাবু’র কাছে ‘আশিকী’ দাঁড়াতেই পারছে না। ছবিটি
কোনো কোনো সিনেমা হলে এতোটাই খারাপ ব্যবসা করছিল যে, ছবিটি নামিয়ে দেয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে
গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ‘আশিকী’কে নামিয়েই দিলো একটি সিনেমা হল।
Very Good...
ReplyDeletehttps://www.facebook.com/tourlinkbd/posts/1625255924405760