Thursday, January 7, 2016

সাভারে দেখা মিললো ‘মেঘ কন্যা’র

সাভারে দেখা মিললো ‘মেঘ কন্যা’র।
মেঘ কন্যা ছবির শুটিং এ সেলফি তে ফেরদৌস ও নিঝুম 


মিনহাজ অভির ‘মেঘ কন্যা’ সিনেমার শুটিং চলছে সাভারের ফুলবাড়িয়ায়। শুটিং এ অংশ গ্রহন করেছেন ছবিটির নায়ক চিত্র নায়ক ফেরদৌস ও চিত্র নায়িকা নিঝুম রুবিনা। এর আগে রাজবাড়ি তে শেষ হয়েছে প্রথম লটের শুটিং।

উদীয়মান পরিচালক মিনহাজ অভির পরিচালনায় গত বছরের নভেম্বর মাসে শুরু হয়েছে ‘মেঘ কন্যা’ নামে নতুন চলচ্চিত্রের। জয় ফিল্মস এর ব্যানারে ছবিটির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজে ই। সংলাপের কাজ করেছেন গাজী রাকায়েত।

ছবিটির কাহিনী সম্পর্কে জানা যায়, বর্তমান সময়ের সমসাময়িক ঘটনা নিয়ে নির্মাণ হবে ‘মেঘ কন্যা’। নায়ক ফেরদৌস ও নায়িকা নিঝুম এক ই অফিসে কাজ করে। কাজের সুবাদে দুই জনের মাঝে ভাল সম্পর্ক তৈরী হয়। নায়ক এই সুবিধা কে কাজে লাগিয়ে নায়িকার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যার ফলে নায়িকা সন্তান সম্ভবা হয়ে যায়। এভাবে ই এগিয়ে যাবে ‘মেঘ কন্যা’ ছবির কাহিনী। বাকিটা জানতে হলে দর্শক আপনাকে অপেক্ষা করতে হবে ‘মেঘ কন্যা’ মুক্তি পাবার আগ পর্যন্ত।


ছবিটি তে নাম ভূমিকায় চিত্র নায়িকা নিঝুম রুবিনা সহ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ, সম্পা, রেবেকা, সাবরিনা, রিদা ও সিক্তা। এ ছাড়া একটি গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয়ের কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী ববিতার। তবে তার সাথে সিডিউল না মেলার কারনে চরিত্র টি তে অভিনয়ের কথা রয়েছে আর এক সু অভিনেত্রী সুচরিতার।

No comments:

Post a Comment