Thursday, May 26, 2016

আজ আশিকের “স্বপ্ন রঙিন” হল।




আজ আশিকের “স্বপ্ন ঙি” হল।




ইফাত ইয়াসিনঃ আজ বৃহস্পতি বার উত্তরার  ৭ নং সেক্টরে শুরু করেছে “স্বপ্ন রঙিন” নাটকের কাজ।নাটকটিতে নায়ক আশিক চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন সানজিদা কোয়েল এবং সানজিদা তন্নি।

ছোট পর্দা বড় পর্দা উভয় জায়গা তে ই সমান ভাবে কাজ করে যাচ্ছে হালের জনপ্রিয় অভিনেতা, চিত্রনায়ক আশিক চৌধুরী। ডেইলি সোপ এর পাশাপাশি কাজ করছে সিনেমা, একক নাটক, ধারাবাহিক সহ বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং। সম্প্রতি শুরু করেছে ঈদের বিভিন্ন নাটক এর কাজ।  
  
তারই ধারাবাহিকতায় আজ থেকে চলছে “স্বপ্ন রঙিন” এর শুটিং। নাটকটিতে আশিক, সানজিদা কোয়েল, সানজিদা তন্নি ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শক্তিমান অভিনেতা আবুল হায়াত। কাহিনী লিখেছেন আনিসুজ্জামান এবং পরিচালনা করছেন পরিচালক আসাদ যুহা। নাটকটি আগামী ঈদে একটা বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

উল্লেখ্য যে নায়ক আশিক চৌধুরী বর্তমানে এস এ টিভির ডেইলী সোপ “তুমি আছো তাই” সহ বেশ কিছু নাটকের শুটিং নিয়ে ব্যাস্ত সময় পার করছে সাথে সাথে ঈদের জন্য নির্মিত কিছু নাটকে কাজ করছে। এটিএন বাংলায় প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৯:১৫ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক “ফুল আর কাঁটা” এছাড়া ও হাতে রয়েছে “ফিফটি ফিফটি লাভ” সহ বেশ কিছু চলচ্চিত্রের কাজ।

No comments:

Post a Comment