সাংবাদিক পরীর কিলার লাভার।
ইফাত ইয়াসিনঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ তার বাবাকে লেখা একটি চিঠি যেখানে তিনি লিখেছিলেন, "ছেলেবেলায় আমার খেলতে ভালো লাগতো। খেললে আমি ভালো খেলোয়ার হতাম। আপনি খেলতে দিতেন না। ভাবতাম, না খেললেই বোধ হয় ভালো। ভালো মানুষেরা বোধ হয় খেলে না। আবার প্রশ্ন জাগতো, তাহলে আমার খেলতে ভালো লাগে কেনো? আমি কি তবে খারাপ মানুষ?"
ইফাত ইয়াসিনঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ তার বাবাকে লেখা একটি চিঠি যেখানে তিনি লিখেছিলেন, "ছেলেবেলায় আমার খেলতে ভালো লাগতো। খেললে আমি ভালো খেলোয়ার হতাম। আপনি খেলতে দিতেন না। ভাবতাম, না খেললেই বোধ হয় ভালো। ভালো মানুষেরা বোধ হয় খেলে না। আবার প্রশ্ন জাগতো, তাহলে আমার খেলতে ভালো লাগে কেনো? আমি কি তবে খারাপ মানুষ?"
এই চিঠির ভাষায় অনুপ্রানিত হয়ে এমনি একটি গল্প নিয়ে নির্মাতা সৈকত নাসির নির্মাণ করতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র "পাষাণ"। ছবিতে নায়িকা চরিত্রে পরী মণির নাম আগেই জানা যায়। তবে কে হচ্ছেন ছবির নায়ক
তা নিয়ে পরিচালক চুপচাপই ছিলেন। এবার ছবির ফাস্টলুকের মাধ্যমে নায়কের নাম
জানালেন সৈকত নাসির। সেই নায়ক আর কেউ নন, সেই নায়ক হলেন সুদর্শন সুমিত। ছবিটিতে সুমিত একজন কিলারের চরিত্রে অভিনয় করবেন আর সাংবাদিক চরিত্রে পর্দায় আসবেন পরী।
পরিচালক জানান একজন কিলারের লাভ স্টোরি নিয়েই ছবির গল্প এগিয়ে যাবে সাথে থাকবে নানারকম
টুইস্ট । ছবির শুটিং আসছে জুলাই মাসের শেষদিকে শুরু হবে।
ভিজুইয়্যলাইজার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি প্রযোজনা করছে। এটি পরী মণি ও
সুমিতের জুটি বেঁধে দ্বিতীয় চলচ্চিত্র। এরআগে ময়মনসিংহ গীতিকার 'মহুয়া সুন্দরী' ছবিতে একসাথে
তাদের বড় পর্দায় দেখা গেছে।
No comments:
Post a Comment